Connect with us
ফুটবল

ব্রাজিলের কোচিং প্যানেল ছাড়লেন ডেভিড আনচেলত্তি

David Ancelotti leaves Brazil coaching panel
ডেভিড আনচেলত্তি। ছবি: সংগৃহীত

কার্লো আনচেলত্তির হাত ধরে যখন ব্রাজিল নতুন যুগে পা রেখেছে এবং ২০২৬ বিশ্বকাপের পরিকল্পনা সাজাচ্ছে, তখনই কোচিং স্টাফে অপ্রত্যাশিত এক পরিবর্তন এসেছে। কার্লোর সহকারী কোচ ৩৫ বছর বয়সী ছেলে ডেভিড আনচেলত্তি, ব্রাজিলের কোচিং প্যানেল ছেড়ে দিয়েছেন।

প্রখ্যাত ফুটবল সাংবাদিক ফাব্রিজিও রোমানোর খবর অনুযায়ী, ডেভিড রিও ডি জেনেইরোর ঐতিহ্যবাহী ক্লাব বোটাফোগোর প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেছেন।

দীর্ঘদিন ধরে বাবার ছায়ায় ইউরোপের বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, এভারটন এবং নাপোলির মতো শীর্ষ ক্লাবগুলোতে ‘ডান হাত’ হিসেবে কাজ করেছেন ডেভিড। ২০১২ সাল থেকে তিনি কার্লো আনচেলত্তির প্রতিটি সফল মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, এমনকি ব্রাজিলের জাতীয় দলেও বাবার সঙ্গী ছিলেন।

আরও পড়ুন:

» নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

» ক্লাব বিশ্বকাপে চমক দেখিয়ে প্রিমিয়ার লিগে ব্রাজিলিয়ান ফুটবলার

তবে এবার তিনি প্রথমবারের মতো নিজের স্বতন্ত্র পরিচয় গড়তে চলেছেন। বাবার বিশাল ছায়া থেকে বেরিয়ে এসে এবার তিনিই হচ্ছেন প্রধান কোচ, যিনি নিজের কোচিং স্টাফ গঠন করবেন এবং সদ্য কোপা লিবার্তোদোরেস ও ব্রাজিলিয়েরাও চ্যাম্পিয়ন ক্লাবের নেতৃত্ব দেবেন।

জানা গেছে, গত রোববারই বোটাফোগোর সঙ্গে ডেভিডের চুক্তি পাকাপাকি হয়েছে। আগামী সপ্তাহের শুরুতেই তিনি রিও ডি জেনেইরোতে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে ডেভিডের কোনো পূর্ণকালীন চুক্তি ছিল না; তিনি কেবল কার্লোর স্টাফের অংশ হিসেবে সহযোগিতা করছিলেন।

ডেভিডের এই নতুন অধ্যায় তার কোচিং ক্যারিয়ারে এক ভিন্ন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

ক্রিফোস্পোর্টস/৭জুলাই২৫/এসএইচএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল