Connect with us
ক্রিকেট

সূর্য্যশকে নিয়ে কারেনের রসিকতা, এক ওভারে ২৬ রান! (ভিডিও)

CSK
স্যাম কারেন ও সূর্য্যশ শেডগে।ছবি- সংগৃহীত

চেন্নাই সুপার কিংসের (CSK) ইংলিশ অলরাউন্ডার স্যাম কারেন আইপিএল ২০২৫-এর ৪৯তম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ঝড় তুললেন ব্যাট হাতে। বুধবার (৩০ এপ্রিল) চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ১৬তম ওভারে সূর্য্যশ শেডগের ওপর চালালেন তাণ্ডব—এক ওভারেই তুললেন ২৬ রান।

প্রথম কয়েকটি ম্যাচে ব্যর্থ থাকলেও এদিন একেবারে ভিন্ন মেজাজে ব্যাট করতে নামেন কারেন। শাইক রশিদের আউটের পর তিন নম্বরে নেমে মাত্র ৩০ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। এরপর সূর্য্যশের করা এক ওভারে মারেন পরপর দুটি ছক্কা—একটি লং-অন দিয়ে, অন্যটি মিড-উইকেট দিয়ে। তৃতীয় বলটি ‘নো বল’ হওয়ায় আসে অতিরিক্ত ৫ রান। পরে টানা দুটি চার মারার পর শেষ বলে একটি সিঙ্গেল নিয়ে ওভারে মোট ২৬ রান যোগ করেন।

শেষ পর্যন্ত ৪৭ বলে ৮৮ রানে থামেন কারেন। তার ইনিংসে ছিল ৯টি চার ও ৪টি ছক্কা। মাত্র ১২ রানের জন্য শতকের দেখা মিস করলেও, তার এই ইনিংসই চেন্নাইয়ের স্কোরকে শক্ত ভিত দেয়।

ম্যাচ শেষে আইপিএলের ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিওত বার্তায় সতীর্থ ডেওয়াল্ড ব্রেভিস বলেন, চেন্নাইয়ে খেলা সবসময় স্পেশাল। এই ভক্তরা অবিশ্বাস্য। আগের ম্যাচে ওরা যেভাবে গর্জেছিল, আজও সেই পরিবেশ আশা করছি। এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার।


আরও পড়ুন:  

»চেন্নাই-পাঞ্জাব: যার উইকেট পেয়ে হ্যাটট্রিকের চেয়েও বেশি খুশি চাহাল

»কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল মেসির মায়ামি


 

নিজের জন্মদিন প্রসঙ্গ টেনে বলেন, দলে অনেক তরুণ খেলোয়াড় থাকায় নিজেকে খুব একটা বুড়ো লাগে না, তবে কিছুটা অভিজ্ঞতা এসেছে। মিডল অর্ডারে ব্যাট করতে পছন্দ করি, তবে ওপেন করতেও রাজি আছি।

 

আমার জন্মদিন ছিল গতকাল, সবাইকে ধন্যবাদ। দলে অনেক তরুণ খেলোয়াড় থাকায় নিজেকে খুব একটা বুড়ো লাগছে না, তবে কিছুটা অভিজ্ঞতা এসেছে। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের প্রয়োজন। আমি মিডল অর্ডারে ব্যাট করতে পছন্দ করি, কিন্তু ওপেন করতেও আপত্তি নেই। শুরু থেকেই জোরে খেলতে পারাটাই আমার লক্ষ্য।

স্যাম কারেনের বিধ্বংসী ইনিংস এবং দলের জয়ের লক্ষ্যে তার অবদান ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ম্যাচের সেই আলোচিত ওভারটির ভিডিও নিয়ে চলছে ভক্তদের আলোচনা—সূর্য্যশকে নিয়ে চলছে হালকা রসিকতাও।

ক্রিফোস্পোর্টস/১মে২৫/এসএ/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট