Connect with us
ফুটবল

আগামীকাল বসুন্ধরা কিংসের হয়ে অভিষেক হচ্ছে কিউবার!

Cuba Mitchell will make his debut for Bashundhara Kings tomorrow
কিংসের জার্সিতে অনুশীলনে কিউবা মিচেল। ছবি- সংগৃহীত

গত মাসের শেষ দিকে বড় চমক দেখায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের শীর্ষ দল বসুন্ধরা কিংস। ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কিউবা মিচেলকে হুট করেই দলে ভেড়ায় তারা। এএফসি চ্যালেঞ্জ লিগ সামনে রেখে ফুটবলার ও কোচদের নিবন্ধনের শেষ দিনে কিউবার নাম দেয় ক্লাবটি। দেশের ক্লাব ফুটবলে এত বড় চমকের পর কিউবার অভিষেকের অপেক্ষায় দেশের ফুটবল সমর্থকেরা।

আগামীকাল (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচ। কাতারের দোহায় নিজেদের প্রথম ম্যাচে সিরিয়ার ক্লাব আল আলকারামাহর মুখোমুখি হবে কিংসরা। সব ঠিক থাকলে এই ম্যাচ দিয়েই কিংসদের জার্সিতে অভিষেক হবে কিউবার।

এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচকে সামনে রেখে গতকাল (১০ আগস্ট) সকালে ইংল্যান্ড থেকে সরাসরি কাতারের দোহায় চলে যান কিউবা। পরবর্তীতে দলের সঙ্গে যোগ দেন তিনি। এরপর রাতেই দলের বাকি সদস্যদের সঙ্গে অনুশীলন শুরু করেন এই ১৯ বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডার।



এর আগে গত ২৮ জুলাই কিউবাকে দলে ভেড়ানোর কথা জানায় বসুন্ধরা কিংস। এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচ শেষে বাংলাদেশে আসবেন তিনি। এরপর বসুন্ধরা কিংসের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ মাতাবেন এই তরুণ। তাছাড়া বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল এবং জাতীয় দলের বিবেচনায়ও আছেন এই প্রবাসী মিডফিল্ডার।

এদিকে এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচ বাংলাদেশ থেকে বসুন্ধরা কিংসের পাশাপাশি খেলবে আবাহনী। ছয়বারের প্রিমিয়ার লিগ জয়ীরা আগামীকাল (১১ আগস্ট) ঢাকায় কিরগিজস্তানের ক্লাব মোরাস ইউনাইটেডের মুখোমুখি হবে। ঢাকা জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি। অন্যদিকে বসুন্ধরার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

ক্রিফোস্পোর্টস/১১আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল