Connect with us
ফুটবল

ইংল্যান্ডের ক্লাব থেকে বসুন্ধরা কিংসে যোগ দিলেন কিউবা মিচেল

Cuba Mitchell
কিউবা মিচেল। ছবি- সংগৃহীত

ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কিউবা মিচেলকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। আগামী মৌসুম থেকে কিংসদের জার্সিতে খেলবেন এই তরুণ মিডফিল্ডার।

কিউবা মিচেলকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। তিনি বলেন, ‘কিউবা মিচেল বসুন্ধরা কিংসের হয়ে খেলবে। আশা করি, আগামী ৩-৪ দিনের মধ্যে সে ঢাকায় আসবে।’

কিউবা ফুটবলের শুরুটা করেন বার্মিংহ্যাম একাডেমিতে। ২০০২ সালে বার্মিংহ্যাম একাডেমি ছেড়ে সান্দারল্যান্ড একাডেমিতে যোগ দেন তিনি। সেখানে সান্দারল্যান্ড উনূর্ধ্ব-১৮ দলের হয়ে খেলেছেন ২০২৪ পর্যন্ত। সবশেষ মৌসুমে তিনি অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন।

আরও পড়ুন:

» ব্রাজিল যুব দলের সাবেক কোচকে নিয়োগ দিল বসুন্ধরা কিংস

» ত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ 

চ্যাম্পিয়নশীপ থেকে প্রমোশন পেয়ে এবারে মৌসুমে প্রিমিয়ার লিগে খেলবে সান্দারল্যান্ড। তবে দীর্ঘদিন পর মিয়ার লিগে ফেরা এই ক্লাবটি নিজেদের স্কোয়াডের আকার বাড়াতে চায়। যে কারণে অ্যাকাডেমি গ্র্যাজুয়েট অনেক ফুটবলারকেই ছাঁটাই করে ক্লাবটি, যে তালিকায় ছিলেন কিউবাও।

সান্দারল্যান্ড অধ্যায়ে সমাপ্তির পর গত কয়েকদিন নতুন ক্লাবের খোঁজে ছিলে কিউবা। অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংস তাকে দলে নিয়েছে।

আগামী মাস থেকে শুরু হচ্ছে এএফসি চ্যালেঞ্জ কাপ। এশিয়ার তৃতীয় স্তরের এই মহাদেশীয় টুর্নামেন্টটিতে অংশগ্রহণের জন্য আজ ছিল নিবন্ধনের শেষ দিন। বসুন্ধরা কিংস কিউবা মিচেলের পাশাপাশি কোচ হিসেবে ব্রাজিলের যুব দলে সাবেক কোচ সার্জিও ফারিয়াসের নামও রেজিস্ট্রেশন করিয়েছে। অর্থাৎ এএফসি চ্যালেঞ্জ কাপ দিয়েই এই ব্রাজিলিয়ান কোচের অধীনেই বসুন্ধরার জার্সিতে নতুন অধ্যায় শুরু করবেন এই তরুণ তুর্কি।

আগামী ১২ আগস্ট এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচে সিরিয়ার ক্লাব আল-কারামাহ এসসির মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। সব ঠিক থাকলে এই ম্যাচ দিয়েই বসুন্ধরার জার্সিতে অভিষেক হতে পারে এই ১৯ বছর বয়সী মিডফিল্ডারের।

ক্রিফোস্পোর্টস/২৮জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল