Connect with us
ফুটবল

বিশ্বকাপের টিকিট কাটলো ক্রোয়েশিয়া

Gvardiol
গোল করে উদযাপনে ইয়োশকো গাভারদিওল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে কেবল হার এড়ালেই হত ক্রোয়েশিয়ার। কিন্তু তারা জিতল দাপট দেখিয়ে। ফারো আইসল্যান্ডকে ৩–১ গোলে হারিয়ে ইউরোপের তৃতীয় দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে লুকা মদ্রিচরা।

রিজেকায় ম্যাচের শুরুটা প্রাথমিকভাবে ক্রোয়েশিয়ার বিপরীতেই যায়। বেশিরভাগ সময় বল দখলে রাখলেও ক্রোয়েশিয়া ১৬তম মিনিটে আইসলেন্ডের কাছে গোল খেয়ে বসে। গেজা ডেভিড তুরির গোলে দলকে এগিয়ে নেন তিনি। কিন্তু ব্যবধান টিকল খুব কম সময়। ২৩ মিনিটে ইয়োশকো গাভারদিওল গোল করে সমতায় ফেরান। এদিকে বক্সের ভেতর থেকে শটে গোলকিপারকে কোনো সুযোগই দেননি সিটির এই রক্ষক।

প্রথমার্ধের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ক্রোয়াটরা। ম্যাচের ৫৭তম মিনিটে পিটার মুসার পা থেকে আসে দ্বিতীয় গোল। এরপর ৭০ মিনিটে ইভান পারিসিচের ক্রস ধরে নিকোলা ভ্লাসিচের ভলি ম্যাচটাকে পুরোপুরি নিজেদের দিকে টেনে নেয়। শেষ পর্যন্ত গোলপোস্টকে লক্ষ্য করে ১৮ শট নেওয়া স্বাগতিকরা মাঠ ছাড়ে ৩–১ গোলের ব্যবধান জয়ে।



এই জয়ে গ্রুপ ‘এল’-এ ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও পাকাপোক্ত করেছে ক্রোয়েশিয়া। চেক প্রজাতন্ত্র আছে দুইয়ে ১৩ পয়েন্ট নিয়ে। এক ম্যাচ বেশি খেলে তৃতীয় স্থানে ফারো আইসল্যান্ড (১২ পয়েন্ট)।

বিশ্বকাপ নিশ্চিত করে স্বস্তির আভাস মিলেছে গাভারদিওলের কণ্ঠে। ম্যাচশেষে তিনি বলেন, “টার্গেট ছিল কোয়ালিফায়ার শেষ হওয়ার আগেই জায়গা নিশ্চিত করা। সেটা করতে পেরে ভালো লাগছে। এখন শেষ ম্যাচটা মন্টেনিগ্রোর মাঠে স্বাচ্ছন্দ্যে খেলতে পারব। তবে লক্ষ্য থাকছে তিন পয়েন্ট নিয়েই জেতা কেননা প্রতিটি ম্যাচই প্রস্তুতির অংশ।”

উল্লেখ্য, ইউরোপ থেকে এর আগে ইংল্যান্ড ও ফ্রান্স বিশ্বকাপ নিশ্চিত করেছিল। ক্রোয়েশিয়া যোগ হওয়ায় সরাসরি নিশ্চিত দল দাঁড়াল ৩০টিতে। মোট ৪৩ দল বাছাইপর্ব থেকে সরাসরি যুক্তরাষ্ট্র–মেক্সিকো–কানাডার বিশ্বকাপে খেলবে, বাকি পাঁচ দল উঠবে প্লে-অফের মাধ্যমে। ইউরোপ থেকে সর্বোচ্চ ১৬টি দল পাবে মূলপর্বের টিকিট।

ক্রিফোস্পোর্টস/১৫নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল