
বয়স ৪০ পেরিয়েছে আরো আগেই। তবে এখনো নিজ মহিমায় ছুটে চলেছেন ফুটবল বিশ্বের অন্যতম তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। প্রতিনিয়ত নতুন নতুন কীর্তি করে তিনি ছাড়িয়ে গেছেন নিজেকেই। এবার আরও একটি বড় অর্জনের সামনে দাঁড়িয়ে আছেন এই পর্তুগিজ তারকা।
ইউরোপ ফুটবলের পাঠ চুকিয়ে অনেক আগেই সৌদি ফুটবলে পাড়ি জমিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। চলমান সৌদি প্রো-লিগে নিজের ছাপ রেখে চলেছেন ভালোভাবেই। চলতি মৌসুম শেষ হতে বাকি আর মাত্র কিছু ম্যাচ। তবে এরই মধ্যে টুর্নামেন্টের গোল্ডেন বুট জয়ের দৌড়ে এগিয়ে গেছেন রোনালদো।
চলতি মৌসুমে এখন পর্যন্ত আল-নাসরের হয়ে সর্বোচ্চ ২৩ গোল করেছেন এই পর্তুগিজ তারকা। রোনালদোর পরে দ্বিতীয় অবস্থানে থাকা আল-আহলির ইভান টনি করেছেন ২০ গোল। এরপরেই ১৯ গোল করে তৃতীয় অবস্থানে রয়েছেন আল-ইত্তিহাদের তারকা ফুটবলার করিম বেনজেমা।
আরও পড়ুন:
» বাংলাদেশের সাফ আজ শুরু, সরাসরি দেখবেন যেভাবে
» পাকিস্তান থেকে সরে গেল পিএসএল, বাকি অংশ কোথায় খেলবে রিশাদরা?
মৌসুমে এখন পর্যন্ত সকল দল খেলেছে ৩০টি করে ম্যাচ। এই আসরে বাকি আর ৪টি করে ম্যাচ। আগামী ২৬ মে পর্দা নামবে এবারের সৌদি প্রো-লিগের। মৌসুম শেষে সর্বোচ্চ গোলদাতা পাবেন গোল্ডেন বুট পুরস্কার। এর আগে গেল মৌসুমে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ৩৫ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন রোনালদো।
ক্রিফোস্পোর্টস/৯মে২৫/এফএএস
