Connect with us
ফুটবল

ম্যাচ হারলেও হামজাদের ভালো খেলায় বাহবা দিলেন ক্রিকেটাররা

Cricketers praised Hamza Chowdhury and Bangladesh team
হামজাদের লড়াইয়ে বাহবা জানালেন ক্রিকেটাররা। ছবি- সংগৃহীত

শেষ মুহূর্তে হৃদয় ভাঙ্গা বাংলাদেশের ফুটবলে নিয়ম হয়ে উঠেছে। তবে আজকের ম্যাচ যেন ছাপিয়ে গেছে সবকিছুকেই। ৩-১ গোলে পিছিয়ে থাকা খেলায় সমতা ফেরায় বাংলাদেশ। তারপর আবার যোগ করার সময় শেষ মুহূর্তের গোলে পরাজয় বরণ করে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে লড়াকু ম্যাচ উপহার দেওয়ার জন্য হামজাদের বাহবা দিচ্ছেন ক্রিকেটাঙ্গনের তারকারা।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে আজ এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে হংকংয়ের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। টানটান উত্তেজনাকর এই ম্যাচের শেষ সময়ে সামিত সোম উচ্ছ্বাসে মাতিয়েছিল গোটা দেশকে। তার আগে ম্যাচের শুরুতে দলের হয়ে গোল করেছিলেন অন্যতম তারকা হামজা চৌধুরী। শেষ দিকে দ্বিতীয় গোল আসে মোরসালিনের কাছ থেকে। তবুও শেষ পর্যন্ত ৪-৩ গোলে পরাজিত হয় বাংলাদেশ।

ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন স্বাগতিক ফুটবলাররা। তবে এমন মুহূর্তে ফুটবলারদের পাশে দাঁড়ালেন দেশের ক্রিকেটাররা। হামজা চৌধুরীর ছবি পোস্ট করে জাতীয় দলের তারকা ক্রিকেটার লিটন দাস তার ফেসবুকে লিখেছেন, ‘মাথা উঁচু রাখো, হামজা চৌধুরী এবং গোটা দল। শেষ মুহূর্তের গোলে ৩-৪ ব্যবধানে পরাজয় হৃদয়বিদারক ছিল। কিন্তু শেষ পর্যন্ত তোমরা ভালো লড়াই করেছ। হয়তো পরের বার, বন্ধুরা। এমন প্রচেষ্টার জন্য গর্বিত।’



শেষ মুহূর্তে হৃদয় ভাঙ্গার কথা জানিয়েছেন সাবেক ক্রিকেটার রুবেল হোসেনও। এছাড়া আজ অভিষিক্ত জায়ান আহমেদেরও প্রশংসা করেছেন তিনি। হামজার ছবি পোস্ট করে ফেসবুকে রুবেল লিখেন, ‘শেষের সেই গোলটা যেন হৃদয় ভেঙে দিল। ব্যাড লাক বাংলাদেশ ফুটবল টিম। শেষ মুহূর্তের এমন হার সত্যিই মেনে নেওয়া কষ্টের। তবে দোয়া রইল জায়ান আহমেদের জন্য, অবিষেক ম্যাচেই অসাধারণ পারফরম্যান্স!’

উল্লেখ্য, এশিয়ান কাপ বাছাইপর্বে টিকে থাকার জন্য এই ম্যাচে জয় পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য। তবে শেষ পর্যন্ত পরাজয় বরণ করায় তিন ম্যাচ শেষে ১ পয়েন্ট নিয়ে চার দলের মধ্যে গ্রুপের তলানিতে রয়েছে হামজা-জামালরা। ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে হংকং। এদিকে ম্যাচ ড্র করে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় নম্বরে সিঙ্গাপুর ও ২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ভারত।

ক্রিফোস্পোর্টস/৯অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল