Connect with us
ক্রিকেট

ভেল্লালাগের বাবার মৃত্যুতে ক্রিকেটারদের শোক

দুনিথ ভেল্লালাগে। ছবি- সংগৃহীত

সমীকরণ আর রোমাঞ্চে ভরা ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। তবে তাদের জয় ও সুপার ফোরে ওঠার আনন্দ ঢেকে দিয়েছে বিষাদের ছায়া। ম্যাচ শেষে অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগে জানতে পারেন তার বাবা সুরঙ্গা ভেল্লালাগের মৃত্যুর খবর।

শ্রীলঙ্কান সংবাদমাধ্যম আদাদারানা জানিয়েছে, ড্রেসিংরুমে থাকার সময় প্রথমে ভেল্লালাগেকে জানানো হয় জরুরি চিকিৎসা ব্যবস্থার কথা। কিছুক্ষণ পরই আসে তার বাবার মৃত্যুর খবর।

২২ বছর বয়সী এই ক্রিকেটারকে সান্ত্বনা দিতে ছুটে যান লঙ্কান কোচ সনাত জয়সূরিয়া। পরে জানা যায়, ভেল্লালাগে আবুধাবি থেকে কলম্বোর উদ্দেশ্যে রওনা হয়েছেন। যাত্রায় তার সঙ্গে রয়েছেন টিম ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদা।



এশিয়া কাপের ‘ডু অর ডাই’ ম্যাচে মহেশ থিকসানার জায়গায় সুযোগ পেয়েছিলেন ভেল্লালাগে। প্রথম কয়েক ওভারে ভালো বোলিং করলেও শেষ ওভারটি ছিল দুঃস্বপ্নের মতো—মোহাম্মদ নবির কাছে পাঁচ ছক্কা খেয়ে ৩২ রান দেন তিনি।

ম্যাচ শেষে স্টেডিয়াম ছাড়ার সময় ভেল্লালাগের বাবার মৃত্যুর খবর শুনে বিমর্ষ হয়ে পড়েন নাবিও। পরে নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “দুনিথ ভেল্লালাগের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। শক্ত থাকো ভাই।”

বাংলাদেশ অধিনায়ক লিটন দাসও শোক জানিয়েছেন। তিনি লিখেছেন, “মাথা উঁচু রাখো দুনিথ। তোমার বাবা সুরঙ্গা ভেল্লালাগের (৫৪) মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনিও একসময় ক্রিকেটার ছিলেন। সর্বশক্তিমান যেন তার আত্মাকে চিরশান্তি দান করেন এবং তোমাদের পরিবারকে শক্তি, সাহস ও সান্ত্বনা দেন। পুরো ক্রিকেট বিশ্ব তোমার পাশে আছে।”

এছাড়া বিশ্বের নানা প্রান্তের ক্রিকেটার, ক্লাব ও কিংবদন্তিরাও শোক জানিয়েছেন ভেল্লালাগের বাবার মৃত্যুতে।

ক্রিফোস্পোর্টস/১৯সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট