
আফগানিস্তান সিরিজ শেষে আজ (বুধবার) সন্ধ্যায় দেশে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহানরা। দেশে ফিরে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে বের হওয়ার সময় দর্শকদের দুয়ো শুনেছেন ক্রিকেটাররা। নাঈম শেখ-তাওহীদ হৃদয়দের দেখে দর্শকরা যেন মেজাজ ঠিক রাখতে পারেননি। তাদের গাড়ির পেছনে দর্শকরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন।
অতীতে বিভিন্ন টুর্নামেন্ট এবং সিরিজে হতাশ করেছে বাংলাদেশ দল। বরাবরের ন্যায় এবারের এশিয়া কাপেও হতাশ করেছে দর্শকদের। এশিয়া কাপের পর পরই শুরু হয় আফগানিস্তানের বিপক্ষে সিরিজ। টি-টোয়েন্টিতে আফগানদের ধবলধোলাই করলেও টাইগারদের সেরা ফরম্যাট ওয়ানডে তে আফগানদের কাছে ধবলধোলাই হওয়াটা মেনে নিতে পারছেন না বাংলাদেশী সমর্থকরা।সিরিজের সব কটি ম্যাচে চোখে পড়েছে বাংলাদেশী ব্যাটাদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং।
দুয়ো ধ্বনি শোনার সময় ক্রিকেটারদের বেশ বিমর্ষ অবস্থায় দেখা যায়। অতীতে কখনো ক্রিকেটারদের এমন অবস্থার সম্মুখীন হতে হয়নি। আফগানিস্তান সিরিজে প্রতি ম্যাচে ব্যাটারদের ব্যর্থতা যেন দর্শকের সকল ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। প্রতিটি ম্যাচেই বাজে ব্যাটিং যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
এদিকে, অতীতে বিভিন্ন সময়ে বাংলাদেশী ক্রিকেটারদের স্ত্রী দের করা পোস্টের মতো টি-টোয়েন্টিতে বাংলাদেশ অধিনায়কত্ব করা জাকের আলী অনিকের বোন শেষ ম্যাচে জাকেরের বাদ পড়া নিয়ে করা ফেসবুক পোস্টে জাকেরকে ‘ডিফেন্ড’ করতে গিয়ে দলের অন্যান্য ক্রিকেটারদের ছোট করেছেন।
তবে এত কিছুর মাঝেও বিশ্রাম নেই দলের ক্রিকেটারদের। আগামীকাল থেকেই নামতে হবে অনুশীলনে। আগামী শনিবার শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২১ অক্টোবর এবং তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
ক্রিফোস্পোর্টস/১৫অক্টোবর২৫/এআই
