বাংলাদেশ ক্রিকেটে নতুন করে আলোচনার শীর্ষে বিসিবি পরিচালক বনাম ক্রিকেটারদের দ্বন্দ্ব। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের সাম্প্রতিক মন্তব্য ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের সংগঠন কোয়াব সরাসরি তার পদত্যাগ দাবি করেছে। দাবি মানা না হলে সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণাও দিয়েছে সংগঠনটি।
এদিকে, গতকাল বুধবার বিশ্বকাপে অংশ না করলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে এম নাজমুল ইসলামের বক্তব্যই নতুন করে ঝামেলার সৃষ্টি করে। তিনি বলেন, বিশ্বকাপ না খেললে বোর্ডের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে ক্রিকেটারদেরই। ম্যাচ ফি, পারফরম্যান্স বোনাস কিংবা ম্যাচসেরার অর্থ সবই ক্রিকেটাররা পেয়ে থাকেন। পাশাপাশি ক্রিকেটারদের পেছনে বোর্ডের বিপুল ব্যয়ের কথাও টানেন নাজমুল। তিনি বলেন, বছরের পর বছর ক্রিকেটারদের পেছনে বোর্ড টাকা ব্যয় করছে। তারা এখনো পর্যন্ত কোনো বৈশ্বিক ট্রফি এনে দিতে পারেনি। তারা যখন খারাপ খেলে তখনো জরিমানা করা হয় না। এই বক্তব্যই ক্রিকেটারদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।
রাতেই কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জরুরি জুম বৈঠকে সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, দায়িত্বশীল বোর্ড পরিচালক হিসেবে এমন মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মিঠুন স্পষ্ট করে জানান, এম নাজমুল ইসলাম বিপিএলের আজকের ম্যাচ শুরুর আগে পদত্যাগ না করলে ক্রিকেটাররা মাঠে নামবেন না।
এই ঘোষণার পর রাতভর টিম হোটেলগুলোতে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন বিসিবির কয়েকজন পরিচালক। তবে সেসব আলোচনায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। বোর্ডের পক্ষ থেকে কেবল সময় ও আশ্বাস চাওয়া হয়েছে বলে জানা গেছে, যা মানতে নারাজ ক্রিকেটাররা।
বৃহস্পতিবার সকালে মোহাম্মদ মিঠুন আবারও নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি জানান, ক্রিকেটাররা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছেন এবং সেখান থেকে সরে আসার সুযোগ নেই। নাজমুল ইসলাম পদে থাকলে মাঠে নামার প্রশ্নই ওঠে না বলেও জানান তিনি। তিনি আরও বলেন, আজকের প্রথম ম্যাচ না হলে পরবর্তী করণীয় ঠিক করতে সংবাদ সম্মেলনও করবেন।
এদিকে বিষয়টি নিয়ে বিসিবির একাধিক পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কেউ প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি। সব মিলিয়ে বিপিএলের ঢাকা পর্ব শুরুর দিনেই ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বোর্ড ও ক্রিকেটারদের অবস্থান এখন মুখোমুখি। যার সমাধান না মিললে বড় সংকটে পড়বে দেশের ক্রিকেট।
ক্রিফোস্পোর্টস/১৫জানুয়ারি২৬/টিএ
