Connect with us
ক্রিকেট

চুরির অভিযোগে জেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা ক্রিকেটার!

cricket match
ক্রিকেট ম্যাচ। ছবি- সংগৃহীত

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগ চলাকালীনই বড় বিতর্কে জড়ালেন পাপুয়া নিউ গিনির উইকেটরক্ষক-ব্যাটার কিপলিন ডোরিঙ্গা। জার্সির বিপক্ষে ম্যাচের আগে তার বিরুদ্ধে চুরির অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে আদালতে তোলা হলে অপরাধ স্বীকারও করেন তিনি।

স্থানীয় সংবাদমাধ্যম ইএমটিভি জানিয়েছে, জার্সির ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি গুরুত্ব বিবেচনা করে রয়্যাল কোর্টে পাঠিয়েছে। ফলে আপাতত কারাগারেই থাকতে হবে কিপলিনকে, জামিনও পাচ্ছেন না তিনি। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৮ নভেম্বর।

২৯ বছর বয়সি কিপলিন দেশের সিনিয়র ক্রিকেটারদের একজন। তিনি খেলেছেন ৩৯ ওয়ানডে ও ৪৩ টি-টোয়েন্টি ম্যাচ। অংশ নিয়েছেন ২০২১ ও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও। আইসিসি চ্যালেঞ্জ লিগে ভালো ফর্মে থাকলেও হঠাৎ করেই বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি। তবে কী চুরি করেছেন বা কোথা থেকে করেছেন, তা প্রকাশ করা হয়নি।



পাপুয়া নিউ গিনি ক্রিকেট বোর্ড অবশ্য জানিয়েছে, এ ঘটনার সঙ্গে বোর্ডের কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ কিপলিনের ব্যক্তিগত বিষয়। দলের প্রস্তুতি বা পারফরম্যান্সে এর কোনো প্রভাব পড়বে না।

চলতি আসরে পাপুয়া নিউ গিনি এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৪টিতে, হেরেছে ৪টিতে, আর একটি ম্যাচ ভেস্তে গেছে। গত বছর তারা ডেনমার্ক, কাতার, কুয়েত ও কেনিয়াকে হারালেও এ বছর সেই দলগুলোর বিরুদ্ধেই হারের মুখ দেখেছে। এর মাঝেই কিপলিনের ঘটনায় নতুন করে চাপে পড়ল দলটি।

ক্রিফোস্পোর্টস/৩০আগস্ট২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট