
জাতীয় দলের এক সময়ের তারকা পেসার রুবেল হোসেন, বর্তমানে খেলছেন কেবল ঘরোয়া ক্রিকেটে। হুট করে সঙ্কট নেমে এসেছে তার পরিবারের ওপর। জানা গেছে গতকাল থেকে নিখোঁজ তার ভাতিজা। আর তাই খোঁজ চেয়ে পোস্ট করেছেন জাতীয় দলের আরেক ক্রিকেটার তামিম ইকবাল।
গতকাল বুধবার রাতে পোস্ট করে তামিম বলেন, ‘জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার রুবেল হোসেনের আপন বড় ভাইয়ের ছেলে সন্ধ্যা ৬টায় বাগেরহাট ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা থেকে বের হয়। তারপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।’
এছাড়া সেই পোস্টে তামিম আরও লিখেন, ‘নিখোঁজ সংবাদ। নাম: তামিম হোসেন (বয়স ১৪)। যদি কোন সহৃদয় ব্যক্তি খোজ বা তথ্য পান তাহলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। পিতা : সাগর হোসেন +880 1960-070413’
আরও পড়ুন:
» ৮২.৫০ গড়! দলে সুযোগ না পাওয়ায় সোহানের আক্ষেপ
» টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম, পিএসএলে ঘটে গেল বিরল ঘটনা
তামিমের মত নিজের ফেসবুক একাউন্টে পোস্ট করে ভাইয়ের ছেলের খোঁজ চেয়েছেন রুবেলও। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম হোসেনের সন্ধান চেয়ে পোস্ট করছেন অনেকেই। শেষ খবর পাওয়া পর্যন্ত, নিখোঁজ তামিমের পাওয়া যায়নি বলে জানা গেছে।
ক্রিফোস্পোর্টস/৮মে২৫/এফএএস
