রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত গভীর নলকূপের প্রায় ৩০ ফুট গভীর গর্তে পড়ে গেছে ২ বছর বয়সী এক শিশু। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সমন্বয়ে অভিযান চলছে। গতকাল থেকে সকলের সমন্বিত অভিযানেও পাওয়া যাচ্ছে না সাজিদকে। এবার শিশু সাজিদের জন্য দোয়া প্রার্থনা করে ফেসবুক পোস্ট করলেন জাতীয় দলের একসময়কার নিয়মিত ক্রিকেটার পেসার আল আমিন হোসেন।
আজ সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি শিশুটির জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। ফেসবুক পোস্টে উদ্ধার কার্যক্রমের এক ছবি দিয়ে তিনি সকলের কাছে দোয়া চান শিশু সাজিদের জন্য।

স্থানীয়রা জানান, এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে। ফলে নতুন গভীর নলকূপ বসানোতে নিষেধাজ্ঞা আছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্থানীয় কছির উদ্দিন পানি পাওয়া যায় কি না তা পরীক্ষা করতে গর্ত খনন করেছিলেন। পরে তা ভরাট করা হলেও বর্ষায় মাটি ধসে আবার গর্ত তৈরি হয়। কিন্তু দুর্ভাগ্যবশত শিশুটি সেই গর্তেই পড়ে যায়।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস খনন শুরু করে। প্রথমে ছোট এক্সকাভেটরে কাজ হলেও রাতে তা অকার্যকর হয়ে পড়ে। পরে রাজশাহী সিটি করপোরেশন থেকে বড় এক্সকাভেটর এনে খনন চালানো হয়। তিনটি ফায়ার ইউনিট, পুলিশ এবং সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে।
রাজশাহী ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, স্থানীয়রা শুরুতে গর্তে নেমে চেষ্টা করায় কিছু মাটি নেমে গেছে, এতে উদ্ধার কাজ আরও জটিল হয়েছে। শিশুটি যাতে শ্বাস নিতে পারে, সেজন্য পাইপ দিয়ে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।
আজ সকাল ৯টা পর্যন্ত মূল গর্তের পাশ কেটে প্রায় ৩৫ ফুট গভীর পর্যন্ত খনন করেও শিশুটিকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বাচ্চাটি আরও নিচে পরে গেছে।
এখনো পুরোদমে উদ্ধার অভিযান চলছে। দেশব্যাপী সকলে এই বিরল ঘটনায় স্তব্ধ হয়ে আছে। পরিবার, আত্নীয়স্বজনসহ সকলেরই প্রার্থনা যাতে নিরাপদে শিশুটিকে উদ্ধার করা যায়।
ক্রিফোস্পোর্টস/১১ডিসেম্বর২৫/টিএ