Connect with us
ক্রিকেট

ক্রিকেটের নিয়মগুলো আরও স্বচ্ছ এবং সরল হওয়া প্রয়োজন: জয়াসুরিয়া

Sanath Jayasuriya
সনাথ জয়াসুরিয়া। ছবি: সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোর পর্বের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা। সুপার ওভার ও নানা নাটকীয়তার পর ম্যাচে জয় পায় ভারত। সুপার ওভারের চতুর্থ বলে রান আউট হয়েও বেঁচে যান দাসুন শানাকা। শানাকার আউট নিয়ে বেশ বিভ্রান্তি তৈরি হয়, মাঠে থাকা ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব কে বিষয়টি ব্যাখ্যা করেন আম্পায়াররা। 

এবার সুপার ওভারের সেই নাটকীয়তা নিয়ে মুখ খুললেন লঙ্কান হেডকোচ সনাথ জয়সুরিয়া। তিনি বলেন,  ‘ ক্রিকেটের নিয়ম গুলো আরো স্বচ্ছ এবং সরল হওয়া প্রয়োজন। না হলে বিভ্রান্তি থেকেই যাবে এবং অযথা বিতর্ক তৈরি হবে।’  শানাকা কেন আউট নন প্রথমে তা বুঝতে পারেননি ভারতীয় দলের ক্রিকেটাররা।

লঙ্কান কোচ আরও বলেন, ‘পুরো বিষয়টি নিয়ম অনুসারে হয়েছে, শানাকার বিরুদ্ধে ক্যাচ আউটের আবেদন করা হয়েছিল তাই সেটিই বিবেচিত হয়েছে। তৃতীয় আম্পায়ার যে সিদ্ধান্ত দিয়েছেন সেটিই চূড়ান্ত, দ্বিতীয়বার আউটের আবেদনের কোনো সুযোগ নেই। ক্রিকেটে বেশ কিছু নিয়ম রয়েছে যেগুলো স্বচ্ছ নয়। ক্রিকেট সংশ্লিষ্টদের এগুলো দেখাও উচিত, বিষয়গুলো যাতে সংশোধন করা হয়।’



সুপার ওভারের চতুর্থ বলে অফ স্ট্যাম্পের খানিকটা বাইরে দিয়ে ইয়র্কার করেন আর্শদিপ সিং। শানাকা ব্যাট চালালেও ব্যাটে-বলে সংযোগ করাতে পারেননি, বল চলে যায় উইকেট রক্ষকের হাতে। শানাকার বিরুদ্ধে ক্যাচ আউট এর আবেদন করে ভারতীয় ক্রিকেটাররা। আম্পায়ার তাকে আউট ঘোষণা করেন। তবে, এরমাঝেই রান নেওয়ার জন্য দৌড় শুরু করেন লঙ্কান ব্যাটাররা। তখন উইকেট রক্ষক বল ছুড়ে উইকেট ভেঙে দেন। হিসেব মতে ক্যাচ আউট না হলেও রান আউট হওয়ার কথা ছিলো শানাকার।

এরপর শুরু হয় নাটকীয়তা। তৃতীয় আম্পায়ার জানান শানাকা ক্যাচ আউট হয়নি, কারণ ব্যাটে-বলে সংযোগ হয়নি। ক্যাচ আউটের সাথে রান আউটও না দেওয়ায় ভারতীয় ক্রিকেটাররা খেলোয়াড়রা প্রশ্ন তোলেন।

ক্রিকেটের নিয়মের ২০.১.১.৩ নম্বর ধারা অনুযায়ী শানাকা আউট ছিলেন না, কারন আম্পায়ার আউট দেওয়ার সঙ্গে সঙ্গে বল ডেড হয়ে যায়। আর ডেড বলে কোনো আউট হয় না। তাই আম্পায়ার শানাকাকে ক্যাচ আউট দেওয়ার সঙ্গে সঙ্গে বলটি ডেড হয়ে যায়, তাই পরবর্তী রান আউট আর গ্রহণযোগ্য হয় না।

ক্রিফোস্পোর্টস/২৭সেপ্টেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট