
দীর্ঘ ১২৮ বছরের অপেক্ষার পর আবারও অলিম্পিকে ফিরছে ক্রিকেট। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে পাঁচটি নতুন ইভেন্টের একটি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে ক্রিকেট। এবার সেই প্রতিযোগিতার নির্দিষ্ট সময়সূচিও ঘোষণা করল আয়োজক কমিটি।
টি-টোয়েন্টি ফরম্যাটে ১৭ দিন ধরে চলবে পুরুষ ও নারীদের ক্রিকেট। প্রতিটি বিভাগে অংশ নেবে ৬টি করে দল। অর্থাৎ মোট ১২ দল, যেখানে প্রতিটি দলে ১৫ জন করে খেলোয়াড় থাকায় ৯০ জন পুরুষ ও ৯০ জন নারী ক্রিকেটার অংশ নেবেন অলিম্পিকে।
তবে এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি দলগুলোর যোগ্যতা অর্জনের প্রক্রিয়া কিংবা প্রতিযোগিতার চূড়ান্ত ফরম্যাট। অনেক দেশ টি-টোয়েন্টি ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেট খেলে থাকায় মাত্র ৬টি দেশ বেছে নেওয়া সহজ নয়। আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেবে বলেই ধরা হচ্ছে, ফলে বাকি থাকছে মাত্র পাঁচটি স্থান। এই পাঁচটি দল কোন প্রক্রিয়ায় নির্ধারিত হবে, তা নিয়ে সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছে অলিম্পিক ও আইসিসি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরও পড়ুন :
» রিয়াল মাদ্রিদের সাথে ১৩ বছরের সম্পর্ক ছিন্ন করলেন মদরিচ
» সাগরিকাকে মিস করবে বাংলাদেশ, ভুটানের বিপক্ষে পরিসংখ্যান কী?
সময়সূচি চূড়ান্ত
তবে দল চূড়ান্ত না হলেও আয়োজকরা জানিয়ে দিয়েছে সময়সূচি। ২০২৮ সালের ১২ জুলাই শুরু হবে ক্রিকেট ইভেন্ট। চলবে ২৯ জুলাই পর্যন্ত। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে- স্থানীয় সময় সকাল ৯টা এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। সেই হিসেবে বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচ দেখা যাবে রাত ৯টা এবং পরদিন সকাল সাড়ে ৬টায়।
তবে ১৪ এবং ২১ জুলাই কোনও ম্যাচ রাখা হয়নি। ২০ জুলাই নারীদের ফাইনাল এবং ২৯ জুলাই অনুষ্ঠিত হবে পুরুষদের পদক নির্ধারণী ম্যাচ।
সব ম্যাচই হবে লস অ্যাঞ্জেলসের পোমোনায় নির্মিত একটি অস্থায়ী স্টেডিয়ামে, যা শহরটির কেন্দ্র থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত।
ইভেন্ট তারিখ সময় ভেন্যু
ইভেন্ট | তারিখ | সময় | ভেন্যু |
প্রথম ম্যাচ | ১২ জুলাই ২০২৮ | রাত ৯টা ও সকাল সাড়ে ৬টা | লস অ্যাঞ্জেলসের পোমোনা |
নারীদের ফাইনাল | ২০ জুলাই ২০২৮ | রাত ৯টা ও সকাল সাড়ে ৬টা | লস অ্যাঞ্জেলসের পোমোনা |
পুরুষদের ফাইনাল | ২৯ জুলাই ২০২৮ | রাত ৯টা ও সকাল সাড়ে ৬টা | লস অ্যাঞ্জেলসের পোমোনা |
ক্রিফোস্পোর্টস/১৫জুলাই২৫/এসএ/এনজি
