
বাংলাদেশের ব্যাডমিন্টনকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (১৪ জুলাই) জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
এই চ্যাম্পিয়নশিপটি দেশের ব্যাডমিন্টন ইতিহাসে প্রথমবারের মতো ১০ লাখ টাকা প্রাইজমানি নিয়ে আয়োজিত হচ্ছে, যা খেলোয়াড়দের জন্য এক বড় অনুপ্রেরণা। এই সিনিয়র টুর্নামেন্টে ১৬ বছরের কম বয়সী কোনো শাটলার অংশ নিতে পারছেনন না। ছয় দিনব্যাপী এই আসরে দেশের ৬৩টি জেলা, ১০টি বিশ্ববিদ্যালয় ও সংস্থা এবং ৩টি শিক্ষাবোর্ডের মোট ৪৫৭ জন শাটলার অংশ নেবেন। এদের মধ্যে ৩৭৭ জন পুরুষ এবং ৮০ জন নারী শাটলার রয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘বর্তমানে সব ধরনের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বাংলাদেশ অংশগ্রহণ করছে। খুব দ্রুত বাংলাদেশের ব্যাডমিন্টন এগিয়ে যাবে। আগে এটি শীতকালীন খেলা ছিল। এখন আর সেই জায়গায় নেই।’
আরও পড়ুন:
» ক্লাব বিশ্বকাপের সেরা একাদশ প্রকাশ, জায়গা পেলেন যারা
» ‘বাংলাদেশ দলে সাকিবের খেলার বিষয়টি নির্ভর করছে নির্বাচকদের ওপর’
তিনি আরও বলেন, ‘আমাদের পক্ষ থেকে আমরা যদি কোনো কাজে আসতে পারি, তাহলে ব্যাডমিন্টনের জন্য আমরা পাশে থাকবো।’
বিসিবি সভাপতির এই আশ্বাস দেশের ব্যাডমিন্টন অঙ্গনে নতুন দিনের সূচনা করবে। এটিকে দেশের ক্রীড়াঙ্গনে বিভিন্ন ফেডারেশনের মধ্যে সমন্বয় ও সহযোগিতার একটি ইতিবাচক দিক বলেই মনেকরছেন ক্রীড়াবিদরা।
ক্রিফোস্পোর্টস/১৪জুলাই২৫/এসএইচএ
