২০২৫ সালের সেরা টেস্ট একাদশ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের প্রকাশিত ২০২৫ সালের সেরা টেস্ট একাদশে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার ৪ ক্রিকেটার, ভারতের ৩, সাউথ আফ্রিকা ও ইংল্যান্ডের ২ জন করে ক্রিকেটার। দ্বাদশ ব্যক্তি হিসেবে সুযোগ পেয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা।
তবে বছরের সেরা টেস্ট একাদশে সুযোগ মেলেনি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের। পিঠের চোটের কারণে এবারের অ্যাশেজের প্রথম চার ম্যাচের তিনটিতেই খেলতে পারেননি কামিন্স। সব মিলিয়ে ২০২৫ সালে ৬ টেস্টে ২৬ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। ব্যাট হাতে করেছেন ১২৩ রান।
ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা একাদশে ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন ভারতের লোকেশ রাহুল ও অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। চলতি বছরে ১০ ম্যাচের ১৯ ইনিংসে ৪৫.১৬ গড়ে ৮১৩ রান করেছেন ভারতের রাহুল। প্রথমবারের মতো এক বছরে তিনটি সেঞ্চুরি করেছেন ডানহাতি এই ওপেনার। বছরটা দারুণ কেটেছে হেডেরও। ১১ ম্যাচে ২১ ইনিংসে ব্যাটিং করে ৪০.৮৫ গড়ে ৮১৭ রান করেছেন তিনি। করেছেন দুইটি সেঞ্চুরি বাঁহাতি এই ওপেনার। সর্বোচ্চ ১৭০ রানের ইনিংস খেলেছেন ইংল্যান্ডের বিপক্ষে।
একাদশের তিনে সুযোগ পেয়েছেন ইংল্যান্ডের জো রুট। ১০ ম্যাচের ১৮ ইনিংসে ৫০.৩১ গড়ে ৮০৫ রান করেছেন। চলতি বছরে চারটি সেঞ্চুরি করেছেন ইংলিশ এই গ্রেট। এবারের অ্যাশেজে ক্যারিয়ারে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াতে টেস্ট সেঞ্চুরিও পেয়েছেন রুট। এছাড়াও রিকি পন্টিংকে সরিয়ে টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মালিক হয়েছেন ডানহাতি এই ব্যাটার। রুটের সামনে আছেন কেবল ভারতীয় গ্রেট শচীন টেন্ডুলকার।
চারে জায়গা পেয়েছেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল। ভারতের টেস্ট অধিনায়ক ৯ ম্যাচে ১৬ ইনিংসে ব্যাটিং করে ৭০.৭১ গড়ে ৯৮৩ রান করেছেন। ক্যারিয়ারসেরা ২৬৯ রানের ইনিংসও এসেছে এবছরই। ইনিংসটি খেলেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে। পাঁচটি সেঞ্চুরিও করেছেন গিল।
একাদশের অধিনায়ক হিসেবে জায়গা পেয়েছেন টেম্বা বাভুমা। ডানহাতি ব্যাটারের নেতৃত্বে চলতি বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে সাউথ আফ্রিকা। দলকে নেতৃত্ব দেয়ার পাশাপাশি ৪ ম্যাচে ৭ ইনিংসে ৫১.৬৬ গড়ে ৩১০ রান করেছেন। চোটের কারণে বেশিরভাগ সময়ই মাঠের বাইরে ছিলেন বাভুমা। তাঁর অধীনে কদিন আগে ভারতকে তাদের মাটিতেই টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে প্রোটিয়ারা।
উইকেটকিপার হিসেবে ১১ ম্যাচে ৪৭.৯৩ গড়ে ৭৬৭ রান করা অজি উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারিকে রাখা হয়েছে। দুইটি সেঞ্চুরি করা বাঁহাতি ব্যাটার উইকেটের পেছনে ৪৪ ক্যাচ নেয়ার পাশাপাশি পাঁচটি স্টাম্পিং করেছেন।
পেস বোলিং অলরাউন্ডার হিসেবে ৮ ম্যাচে ৪৯৬ রান করার পাশাপাশি ৩৩ উইকেট নেওয়া ইংলিশ অধিনায়ক বেন স্টোকস আছেন একাদশে।
বোলারদের মধ্যে পেসার হিসেবে একাদশে জায়গা পেয়েছেন অজি পেসার মিশেল স্টার্ক, ভারতের জসপ্রিত বুমরাহ এবং অজি পেসার স্কট বোল্যান্ড। দুর্দান্ত পারফরম্যান্সে ১১ ম্যাচে ২২ ইনিংসে ৫৫ উইকেট নিয়েছেন স্টার্ক। ভারতের পেসার বুমরাহ ৮ ম্যাচে ৩১ উইকেট নিয়েছেন। আরেক পেসার বোল্যান্ড ৬ ম্যাচে ৩২ উইকেট শিকার করেছেন।
একমাত্র স্পিনার হিসেবে জায়গা পাওয়া সাউথ আফ্রিকার সাইমন হার্মার ৪ ম্যাচে ৩০ উইকেট নিয়েছেন। দ্বাদশ ক্রিকেটার হিসেবে আছেন ১০ ম্যাচে ৭৬৪ রানের পাশাপাশি ২৫ উইকেট নেয়া ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
ক্রিকেট অস্ট্রেলিয়ার ২০২৫ সালের সেরা টেস্ট একাদশ:
লোকেশ রাহুল, ট্রাভিস হেড, জো রুট, শুভমান গিল, টেম্বা বাভুমা (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, বেন স্টোকস, মিশেল স্টার্ক, জসপ্রিত বুমরাহ, স্কট বোল্যান্ড, সাইমন হার্মার এবং রবীন্দ্র জাদেজা (দ্বাদশ ব্যক্তি)।
ক্রিফোস্পোর্টস/৩০ডিসেম্বর২৫/এআই
