Connect with us
ক্রিকেট

আমিনুল ইসলাম বুলবুল

দেশ সবার আগে, ভারতে না খেলার সিদ্ধান্তেই অনড় বাংলাদেশ

Bulbul
আমিনুল ইসলাম বুলবুল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ভারতের মাটিতে অংশগ্রহন নিয়ে বাংলাদেশ আগের অবস্থানেই অনড় আছে বলে জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই কথা জানান। তিনি মনে করেন বিশ্বকাপে ভারতে খেলার ব্যাপারটি এখন সরকার পর্যায়ে চলে গেছে। ফলে সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী এখনো আমরা আগের অবস্থানেই অনড় আছি। আইসিসি থেকে ফিরতি চিঠিতে কি জানায় তার উপর বাকি সিদ্ধান্ত নির্ভর করছে।

আগামী ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিরাপত্তা সংকট ও বিভিন্ন কারণ দেখিয়ে আইসিসির নিকট বিসিবির পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে ভারতের মাটিতে বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করবে না। বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্যেও আবেদন জানানো হয়েছে। তবে আইসিসি থেকে ফিরতি চিঠিতে বিসিবির কাছে জানতে চাওয়া হয়েছিল ঠিক কি কি কারণে বাংলাদেশ বিশ্বকাপে ভারতের মাটিতে অংশগ্রহণ করবে না। বিসিবিও প্রতি উত্তরে চিঠিতে নিরাপত্তা ঝুকির কারণগুলো উল্লেখ করছে। এখন ফিরতি চিঠির অপেক্ষায় আছে ক্রিকেট বোর্ড।

তার আগে আজ গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি এখন সরকার পর্যায়ে চলে গেছে। ফলে আমরা আগের অবস্থানেই (ভারতে না খেলার ব্যাপারে) অনড় আছি। দেশের সম্মান, দেশ সবকিছুর আগে। তাই দেশের স্বার্থ ছোট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।



বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ হবে কি না এমন প্রশ্নে বিসিবি প্রেসিডেন্ট বলেন, আপনারা দেখেছেন বিগত কয়েকটি আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশ দুর্দান্ত পারফরম্যান্স করেছে। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপেও অসাধারণ খেলেছে বাংলাদেশ। তাছাড়া বাংলাদেশ একটি ক্রিকেট পাগল দেশ। আর উপমহাদেশে খেলা হওয়ায় আমরা এমনিতেই অনেকটা এগিয়ে থাকবো। সব মিলিয়ে আমাদের যথেষ্ট ভালো সম্ভাবনা আছে এই বিশ্বকাপেও।

ভারতের  মাটিতে কলকাতা ব্যতীত অন্য ভেন্যুতে খেলতে বললে বাংলাদেশ খেলবে কি না এমন প্রশ্নে বিসিবি প্রেসিডেন্ট বলেন, অন্য ভেন্যুতে খেলতে বললেও সেটা ত ভারতই। আমাদের নিরাপত্তা ইস্যু রয়েছে যেগুলো আমরা চিঠিতে উল্লেখ করেছি আইসিসিতে। সুতরাং চিঠির প্রতি উত্তর আসলে তারপরই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, আইপিএলের মিনি নিলামে দীর্ঘক্ষণ কাড়াকাড়ির পর রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ফিজের সঙ্গে সেই চুক্তি বেশ বড় এক অর্জন হিসেবেই দেখা হচ্ছিল। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই বিসিসিআইয়ের নির্দেশে ফিজকে ছাড়তে বাধ্য হয় কেকেআর।

এই ঘটনার পরই কড়া অবস্থান নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্তের পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে সরানোর দাবিও জানানো হয় আইসিসির কাছে।

ক্রিফোস্পোর্টস/১০জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট