
কোপা দেল রে ফাইনালে রেফারির প্রতি অবমাননাকর আচরণের অভিযোগে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার আন্টোনিও রুডিগারকে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।
তবে এই শাস্তি রুডিগারের মাঠে ফেরার পথে বড় বাধা হয়ে দাঁড়াবে না। হাঁটুর সফল অস্ত্রোপচারের পর তিনি দীর্ঘ সময় মাঠের বাইরে থাকবেন এবং এই সময়টিতেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন
»আর্সেনালের মাঠে জয় নিয়ে ফাইনালের পথে পিএসজি
»বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচসহ আজকের খেলা (৩০ এপ্রিল ২৫)
ঘটনাটি ঘটে গত শনিবার বার্সেলোনার বিপক্ষে ফাইনালে, যেখানে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। উত্তেজনার মুহূর্তে রুডিগার ঠান্ডা বরফের টুকরো ছুড়ে মারেন রেফারির দিকে। ম্যাচ রিপোর্টে রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়া উল্লেখ করেন, “টেকনিক্যাল এরিয়া থেকে একটি বস্তু ছোড়ার চেষ্টা করা হয়েছিল, তবে তা আমাকে স্পর্শ করেনি।” এরপর তদন্তে রুডিগারের বিরুদ্ধে ‘হালকা সহিংসতা’র অভিযোগ প্রমাণিত হলে ফেডারেশন এই শাস্তি দেয়।
রুডিগারের পাশাপাশি আরও দুই রিয়াল খেলোয়াড়ের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। লুকাস ভাসকেসকে রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ এবং বেঞ্চ এলাকার নিয়ম ভাঙার দায়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে লাল কার্ড পাওয়া জুড বেলিংহ্যামের শাস্তি বাতিল করেছে আরএফইএফ। ভিডিও বিশ্লেষণে তার আচরণে আক্রমণাত্মক কিছু পাওয়া যায়নি বলেই সিদ্ধান্ত পরিবর্তন করে ফেডারেশন।
ক্রিফোস্পোর্টস/৩০এপ্রিল২৫/আইএএইচআর/এনজি
