Connect with us
ক্রিকেট

টানা খেলে ক্লান্ত সবাই, বিরতিতে চাঙ্গা হয়ে ফিরবে দল : লিটন

"Continuous play tires all; a break will refresh the team: Liton"
লিটন দাস। ছবি- সংগৃহীত

গত দুই মাস ধরে সীমিত ওভারে টানা ক্রিকেট খেলছে বাংলাদেশ দল। বিরতিহীন টানা ক্রিকেট খেলার কারণে দলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস। তবে কিছুদিন বিরতির পর পুনরায় দল চাঙ্গা হয়ে ফিরবে বলে মনে করেন এই টাইগার দলপতি। 

গত আগস্টের শেষে মাঠে গড়ানো নেদারল্যান্ডস সিরিজের পর থেকে বিশ্রামের সুযোগ পাননি ক্রিকেটাররা। নেদারল্যান্ডস সিরিজের পর এশিয়া কাপ, এরপর আফগানিস্তান সিরিজ এবং সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে টানা দুইমাস ব্যস্ত সময় পার করেছে টাইগাররা।

দুইমাসে ১৫ টি টি-টোয়েন্টি ও ৬টি ওয়ানডে, অর্থাৎ সবমিলিয়ে ২১টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। আর বেশিরভাগ ক্রিকেটাররাই ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে রয়েছেন। যে কারণে সবাই কমবেশি বাইশ গজে ব্যস্ত সময় পার করেছেন। তাই লিটন মনে করেন, টানা খেলার কারণেই ক্রিকেটারদের মাঝে ক্লান্তি চলে এসেছে। তবে তার বিশ্বাস, কিছুদিন বিরতিতে থাকলে পুনরায় চাঙা হয়ে উঠবে টাইগাররা।



লিটন বলেন, ‘গত দুই-আড়াই মাস ধরে সবাই টানা খেলেছে। মাঝে মাঝে বিরতিও দরকার। এখন একটা বিরতি আছে। বিরতির পর সবাই সতেজ হয়ে ফিরতে পারবে। আমার মনে হয় এরপর ভালো কিছুই হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা চাপে পড়েছি, সেখান থেকে বেরুতে পারিনি। অনেক সময় ক্রিকেটাররা টানা অনেকদিন ক্রিকেট খেলে ফেললে একটা ক্লান্তি চলে আসে। সবাই চেষ্টা করেন নিজের সেরাটা দেওয়ার জন্য, কিন্তু সবসময় পরিস্থিতি অনুকূলে থাকে না। আশাকরি, বিরতির পর আবার চাঙ্গা হতে শুরু করব।’

এশিয়া কাপ শেষে আফগানিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। কিন্তু ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় টাইগাররা। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় স্বাগতিকরা। কিন্তু টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় লিটনের দল।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষেও খুব বেশিদিন বিশ্রামের সুযোগ নেই বাংলাদেশের ক্রিকেটারদের। কেননা চলতি মাসেই ২টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে মাঠে গড়াবে এই সিরিজ।

অবশ্য যারা টেস্ট দলে নেই, তারা কয়েক সপ্তাহ বিশ্রামের সুযোগ পাবেন। কেননা শুরুতেই মাঠে গড়াবে টেস্ট সিরিজ। তবে যারা টি-টোয়েন্টির পাশাপাশি টেস্ট দলেও খেলে থাকেন। তাদের বেশিদিন বিশ্রামের সুযোগ নেই। আগামী ১১ ও ১৯ নভেম্বর দুটি টেস্ট মাঠে গড়াবে। এরপর ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর সিরিজের তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

ক্রিফোস্পোর্টস/১নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট