
আগামী ডিসেম্বরে ভারত সফরে আসার ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। তবে মেসির ব্যক্তিগত সফরের আগেই আর্জেন্টিনার দলের ভারত সফরের কথা রয়েছে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ভারতে আসার কথা রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের।
তবে এবার শঙ্কা তৈরি হয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের ভারত সফর নিয়ে। ব্যস্ত সূচির কথা মাথায় রেখে পরিবর্তন করা হতে পারে ম্যাচের ভেন্যু।
ফিফা প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনা এখন যুক্তরাষ্ট্রে। সেখানে ইতোমধ্যেই ভেনেজুয়েলার বিপক্ষে খেলেছে তারা। অপর ম্যাচটি আগামী বুধবার পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা।
ব্যস্ত সময় পার করা আর্জেন্টাইনরা বিশ্রামের সুযোগ কম পাবে। আগামী নভেম্বরেই রয়েছে আরও দুটি প্রীতি ম্যাচ। প্রথম ম্যাচে অ্যাঙ্গোলার বিপক্ষে খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ভারতে।
তবে টিওয়াইসি স্পোর্টসের মতে, ভ্রমণের সময় বাঁচাতে পরিবর্তন হতে পারে ভারতের ম্যাচটির ভেন্যু। ভারত সফরের না আসলে সেই ম্যাচটিও অনুষ্ঠিত হতে পারে আফ্রিকায়। তখন মরক্কোর বিপক্ষে খেলতে পারে আর্জেন্টিনা।
সবশেষ ২০১১ সালে ভারতের মাটিতে খেলেছিল আর্জেন্টিনা। এরপর এক যুগ কেটে গেলেও আর ভারতের মাটিতে খেলা হয়নি বিশ্ব চ্যাম্পিয়নদের। নভেম্বরেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটার কথা থাকলেও অপেক্ষার প্রহর শেষ হওয়া নিয়ে শুরু হয়েছে শঙ্কা।
ক্রিফোস্পোর্টস/১২অক্টোবর২৫/এআই
