আন্তর্জাতিক ক্রিকেটে এমন একটা প্রত্যাবর্তনই হয়ত চেয়েছিলেন ডি কক! টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে জাতীয় দলে ফিরলেও নামিবিয়া ও পাকিস্তান সিরিজে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তিনি। অবশেষে ওয়ানডেতে দুর্দান্ত এক প্রত্যাবর্তন এই তারকা ওপেনারের। দুই বছর পর ওয়ানডেতে ফিরেই পরপর দুই ম্যাচে ফিফটি হাকালেন এই প্রোটিয়া ব্যাটার।
আজ (বৃহস্পতিবার) পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৪৮ বলেই ফিফটি তুলে নিয়েছেন ডি কক। এর আগে প্রথম ওয়ানডেতে খেলেন ৭১ বলে ৬৩ রানের ইনিংস। পর পর দুই ম্যাচে ফিফটি হাকিয়ে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখলেন এই তারকা ওপেনার।
ভারতে ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ শেষে ক্রিকেটের এই ফরম্যাটকে বিদায় জানিয়ে ফিয়েছিলেন কুইন্টন ডি কক। এরপর ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটকে বিদায় জানিয়ে দেন তিনি। তবে গতমাসেই নামিবিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আআন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন এই তারকা ওপেনার।
এক বছরের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা সুখকর হয়নি ডি ককের। নামিবিয়ার বিপক্ষে ফেরার ম্যাচে ব্যাট হাতে মাত্র ১ রান করেছিলেন তিনি। সেই ম্যাচটিও হেরে যায় দক্ষিণ আফ্রিকা। এরপর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩ ম্যাচে ২৩, ৭, ০—রানের ইনিংস খেলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে এমন প্রত্যাবর্তন হয়ত প্রত্যাশা করেননি তিনি কিংবা তার সমর্থকেরাও।
অবশেষে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন ডি কক। প্রথম ম্যাচে ৭১ বলে ৬ চার ও ২ ছক্কার মারে ৬৩ রান করেন এই ব্যাটার। যদিও ম্যাচটি ২ উইকেটে হেরে যায় দক্ষিণ আফ্রিকা। তবে দ্বিতীয় ম্যাচের টার্গেটে ব্যাট করছে দক্ষিণ। ২৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইতোমধ্যে ফিফটি তুলে নেওয়ার পাশাপাশি দলকে জেতানোর দারুণ সুযোগও পাচ্ছেন এই ওপেনার।
দ্বিতীয় ওয়ানডেতে এখন পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণে আছেন দক্ষিণ আফ্রিকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ ২৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১৭১ রান। ৭১ বলে ৬৮ রান নিয়ে খেলছেন ডি কক এবং তার সঙ্গে ৪১ বলে ৫২ রানে ব্যাট করছেন টনি ডি জর্জি। জয়ের জন্য ১৫০ বলে ৯৯ রান দরকার সফরকারীদের।
ক্রিফোস্পোর্টস/৬নভেম্বর২৫/বিটি