Connect with us
ক্রিকেট

তাওহীদ হৃদয়ের ঝোড়ো ব্যাটিংয়ে কুমিল্লার সহজ জয়

Comilla Victorians vs Khulna Tigers
জয়সূচক ৯১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা তাওহীদ হৃদয়। ছবি- সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে দিনের দ্বিতীয় ম্যাচে আজ (বুধবার) খুলনা টাইগার্সের মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ম্যাচে খুলনাকে ৭ উইকেটে হারিয়েছে লিটন দাসের দল। কুমিল্লার হয়ে অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন তাওহীদ হৃদয়।

এদিন টস জিতে শুরুতে ব্যাট করে এভিন লুইসের ৩৬, আফিফ হোসেনের ২৯, মাহমুদুল হাসান জয়ের ২৮ এবং অন্যান্য ব্যাটারদের ছোট ছোট ক্যামিওতে ১৬৪ রানের লড়াকু পুজি পায় খুলনা। কুমিল্লার হয়ে ২টি করে উইকেট নেন মঈন আলি ও ম্যাথু ফোর্ডে। এছাড়া ১টি করে উইকেট নেন আলিস ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

১৬৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ওয়েইন পারনেলের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন অধিনায়ক লিটন দাস। এরপর উইল জ্যাকস ও জনসন চার্লসের সঙ্গে জুটি গড়ে বিপত্তি সামাল দেন তাওহীদ হৃদয়।



উইল জ্যাকস ১৮ ও চার্লস ১৩ করে ফিরে গেলে জাকের আলিকে নিয়ে ৮৪ রানের অপরাজিত জুটি গড়ে ৭ উইকেট ও ২১ বল হাতে রেখে কুমিল্লার জয় নিশ্চিত করেন হৃদয়।

এদিন ব্যাট হাতে অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন হৃদয়। ৭ চার ও ৭ ছয়ের মারে ৪৭ বলে ৯১ রান করে অপরাজিত ছিলেন চলতি আসরের প্রথম সেঞ্চুরি হাকানো এই ক্রিকেটার। এছাড়া ৪০ রান করে অপরাজিত ছিলেন ছিলেন জাকের আলি।

খুলনার হয়ে একটি করে উইকেট নেন ওয়েইন পারনেল, নাহিদ রানা ও মুকিদুল ইসলাম।

সংক্ষিপ্ত স্কোর:

খুলনা টাইগার্স: ১৬৪/৮ (২০ ওভার)

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ১৬৮/৩ (১৬.৩ ওভার)

ফলাফল: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৭ উইকেটে জয়ী

আরও পড়ুন: প্রথম বাংলাদেশি হিসেবে বিপিএলে ১০০তম ছক্কা হাকালেন তামিম 

ক্রিফোস্পোর্টস/১৪ফেব্রুয়ারি২৪/এমটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট