Connect with us
ক্রিকেট

জাকের-শামীমকে ফিনিশিংয়ের ভূমিকায় চান কোচ

Jaker Ali-Shamim Hossain
জাকের আলী-শামীম হাসান। ছবি- সংগৃহীত

আগামীকাল (বুধবার) শেষ হচ্ছে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ দিয়ে শেষ হবে এই সফর। এই সফরের টেস্ট ও ওয়ানডে- দুটি সিরিজেই হেরেছে বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি দুই ম্যাচ শেষে ১-১ সমতা বিরাজ করছে। তাই সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে জয় নিয়ে সিরিজ জেতার দারুণ সুযোগ রয়েছে সফরকারীদের সামনে।

শেষ ম্যাচে মাঠে নামার আগে আজ (মঙ্গলবার) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। শেষ ম্যাচে জয় নিয়ে সিরিজ জিততে আত্মবিশ্বাসী দেশসেরা এই কোচ।

সালাউদ্দিন বলেন, ‘শেষ ম্যাচ আমরা যেভাবে খেলেছি, তাতে মনে হয়েছে ছেলেরা ভালো মোমেন্টাম খুঁজে পেয়েছে। আমাদের আত্মবিশ্বাস আছে, আশা করি সিরিজের শেষটা যেন ভালো হয়।’

টি-টোয়েন্টি সিরিজে মিডল অর্ডারে বেশ ভুগেছে বাংলাদেশ। সালাউদ্দিনের বিশ্বাস মিডল অর্ডারে ভালো করতে পারলে সফলতা আসবে, ‘আমরা ভালো খেলার চেষ্টা করব। এই মুহূর্তে নতুন কোনো পরিকল্পনা নেই, আগের পরিকল্পনা নিয়েই খেলার চেষ্টা করব। মিডল অর্ডারে ব্যাটাররা ভালো করতে পারলে আমরা সফলতা পাবো।’

আরও পড়ুন:

» বিশ্বকাপে ২টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ যারা

» আমার এখানে ট্যাগ লেখা নেই যে আমি শুধু কোচ জাতীয় দলের 

বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিনিশিংয়ের ভূমিকায় আছেন জাকের আলী ও শামীম হোসেন। প্রথম ম্যাচে বেশি বল খেলার সুযোগ না পেলেও দ্বিতীয় ম্যাচে ফিনিশিংয়ের ভূমিকায় দারুণ করেছেন শামীম। তবে জাকের প্রথম ম্যাচে খেলতে পারেননি এবং দ্বিতীয় ম্যাচে শেষদিকে নেমে রানআউটের শিকার হয়ে ফিরেছেন।

অনেক সময় মিডল অর্ডারের ব্যর্থতার কারণে ইনিংস মেরামতের ভূমিকায় দেখা যায় জাকের-শামীমদের। তবে সালাউদ্দিন চান, জাকের এবং শামীম যেন সবসময় নিশ্চিন্তে ইনিংস শেষ করে আসতে পারেন।

সালাউদ্দিন বলেন, ‘আমরা সবসময় চাই জাকের এবং শামীম ফিনিশিংয়ের ভূমিকা পালন করবে। তাদের ওপর ইনিংস মেরামতের দায়িত্ব দেওয়া যাবে না। তারা যেন নিশ্চিন্তে ম্যাচ শেষ করে আসতে পারে।’

আগামীকাল (১৬ জুলাই) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ক্রিফোস্পোর্টস/১৫জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট