
গল টেস্টের তৃতীয় দিনটা ছিল শ্রীলঙ্কার ব্যাটারদের নিয়ন্ত্রণে। ব্যাটিং ইনিংসের শুরু থেকে দাপুটে ক্রিকেট খেলেছে স্বাগতিক ব্যাটাররা। প্রথম দুই সেশনে বাংলাদেশের বোলারদের হতাশ করেছে তারা। বিশেষ করে পাথুম নিশাঙ্কা দিনভর বাংলাদেশের বোলারদের চোখে চোখ রেখে ব্যাট করেছেন। তবে শেষদিকে হাসান মাহমুদের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে ১৮৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন এই ওপেনার।
লঙ্কান ইনিংসের পুরোটা জুড়েই ছিলেন নিশাঙ্কা। ইনিংসের ৮৬তম ওভার পর্যন্ত খেলেছেন তিনি। দুর্দান্ত এক সেঞ্চুরি পর দেড়শ পেরিয়ে ডাবল সেঞ্চুরির পথে হাঁটছিলেন এই তারকা। পুরোনো বলকে বেশ ভালোভাবেই আয়ত্তে নিয়ে এসেছিলেন তিনি। তবে নতুন বল নেওয়ার পরেই বাধে বিপত্তি।
ইনিংসের ৮৬তম ওভারে বোলিংয়ে আসেন হাসান। এরপর দ্বিতীয় নতুন বল নেয় বাংলাদেশ। আর সেই ওভারের তৃতীয় বলেই বোল্ড হয়ে ডাবল সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিনি। হাসানের দুর্দান্ত ডেলিভারিটি বুঝতেই পারেননি এই ব্যাটার।
আরও পড়ুন:
» বিসিবি সভাপতির উপদেষ্টা হলেন আবিদ হোসেন সামি
» শেষ সেশনে বাংলাদেশের প্রাপ্তি ২ উইকেট, ১২৭ রানে পিছিয়ে শ্রীলঙ্কা
দিন শেষে হাসানের বোলিংয়ের প্রশংসা করেছেন টাইগারদের পেস বোলিং কোচ শন টেইট। তার উইকেট ডেলিভারিটি নিয়ে এই অজি কোচ বলেন, ‘শেষদিকে নতুন বলে হাসান মাহমুদ উইকেট তুলে নিয়েছে। তার কাজই এটা। স্পিনাররা পুরোনো বলে স্পিনাররা অনেক ওভার করেছে। সে বেশ জোরে বল করতে পারে। ফলে তার কাজই ছিল নতুন বল হাতে নিয়ে দিনের শেষভাগে উইকেট এনে দেওয়া। উইকেটের ডেলিভারিটা বেশ ভালো ছিল। মিডল স্টাম্পে হিট করেছে।’
তবে গলের পিচ ব্যাটিং সহায়ক হওয়ায় পেসারদের জন্য কঠিন বলে মনে করেন টেইট, ‘গলের উইকেট বেশ ব্যাটিং সহায়ক। পেসারদের জন্য আজকের উইকেটও বেশ কঠিন ছিল। তারা অনেক চেষ্টা করে গেছে। তবে নতুন ভালো শুরুর প্রয়োজন ছিল। সেখানে আমাদের কিছু সুযোগ মিস হয়েছে।’
গল টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৩৬৮ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। ১২৭ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা।
ক্রিফোস্পোর্টস/১৯জুন২৫/বিটি
