
ভারতীয় জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার পরই প্রথম বড় সিদ্ধান্ত নিলেন খালিদ জামিল। জাতীয় শিবিরে ঘোষিত ৩৫ জন ফুটবলারের তালিকায় জায়গা পাননি ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রী।
খালিদ জানিয়েছেন, তরুণদের সুযোগ দেওয়ার জন্যই আপাতত দলে রাখা হয়নি ছেত্রীকে। তবে তার জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা আছে।
খালিদের ভাষায়, সুনীল ভারতীয় ফুটবলের কিংবদন্তি। আমি নিজেও ওর বিরুদ্ধে খেলেছি। তবে এখন আমি নতুন কয়েকজন ফুটবলারকে দেখে নিতে চাই। ছেত্রীর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে।
এ মাসের শেষে কাফা নেশন্স কাপে খেলবে ভারত। প্রতিপক্ষ তাজিকিস্তান, ইরান ও আফগানিস্তান।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, খালিদ বলেছেন, শক্তিশালী দেশের বিপক্ষে খেলা সবসময়ই ভালো। এশিয়ান কাপের আগে এই প্রতিযোগিতা আমাদের প্রস্তুতিতে সহায়ক হবে।
এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ভারত ‘সি’ গ্রুপে সবার নিচে আছে। বাংলাদেশের সঙ্গে ড্র ও হংকংয়ের কাছে হেরে গেছে তারা। সামনে সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে। খালিদের লক্ষ্য- শুধু ফিট খেলোয়াড়দের নিয়েই দল সাজানো।
ক্রিফোস্পোর্টস/১৭আগস্ট২৫/এনজি
