Connect with us
ক্রিকেট

নাঈমের ধীরগতির ইনিংসে সমস্যা দেখছেন না কোচ

Naim Sheikh
প্রথম ম্যাচে ২৯ বলে ৩২ রান করে অপরাজিত ছিলেন নাঈম। ছবি- এএফপি

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বেশ বাজেভাবে হেরেছে বাংলাদেশ দল। ব্যাটি-বোলিং দুই বিভাগেই হতাশ করেছে টাইগাররা। বিশেষ করে পাল্লেকেলের ব্যাটিং সহায়ক পিচে বাংলাদেশি ব্যাটারদের ধীরগতির ইনিংস নিয়ে প্রশ্ন উঠেছে। এই নিয়ে সবচেয়ে বেশি সমালোচনার শিকার হচ্ছেন নাঈম শেখ।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি দিয়ে প্রায় দুই বছর পর জাতীয় টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাঈম শেখ। তবে সাধারণত তিনি ওপেনিংয়ে ব্যাট করে থাকলেও, গতকালের ম্যাচে প্রথমবারের মতো চার নম্বরে ব্যাট করতে নামেন তিনি।

তবে ব্যাট হাতে হতাশ করেছেন নাঈম। ২৯ বলে ১ চার ও ১ ছক্কায় ৩২ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার। যার ফলে শুরুতে রানরেট বেশ ভালো থাকলেও মাঝে তা অনেক কমে যায় এবং বাংলাদেশের দলীয় সংগ্রহও ছিল তুলনামূলক কম।

নাঈমের এমন ইনিংসের পর দেশের ক্রিকেট সমর্থক থেকে শুরু করে বিশ্লেষকেরাও চটেছেন। অনেকেই হারের পেছনে তার এমন ধীরগতির ইনিংসকে দায়ী করছেন।

আরও পড়ুন:

» এশিয়া কাপ হকিতে কাজাখস্তানের বিপক্ষে ড্র করল বাংলাদেশ

» বাঙালি জাতি হিসেবে আজ আমরা লজ্জিত : আকবর 

তবে নাঈমকে কাঠগড়ায় দাড় করাতে চান না বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। এই পাকিস্তানি কোচের মতে মতে, নাঈম তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন, কিন্তু তিনি সফল হতে পারেননি।

নাঈমের ইনিংস প্রসঙ্গে মুশতাক বলেন, ‘ক্রিকেট ইজ ক্রিকেট। এখানে ক্রাইম শব্দটা নিয়ে আসবেন না। এটা অনেক খারাপ শব্দ। ওরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে। মারকুটে ইনিংস খেলার চেষ্টা করেছে। কোচ হিসেবে আমার কাছে এটাই মনে হয়েছে। এ নিয়ে তারাও অনেক হতাশ।’

এদিন বাংলাদেশ পাওয়ারপ্লেতে ১ উইকেট হারিয়ে ৫৪ রান তুলে নেয়। তবে পরবর্তী ৪৬ রান তুলতে ৫২ বল খেলতে হয়েছে ব্যাটারদের। অর্থাৎ শতরানে পৌঁছাতে ৮৮ বল বা ১৪.৪ ওভার খেলতে হয়েছে টাইগারদের। অন্যদিকে শ্রীলঙ্কা বিশ্লেষকেরাও তুলে নেয় ৮৩ রান এবং শতরানে পৌঁছতে কেবল ৮.১ ওভার বা ৪৯ বল খেলেছে স্বাগতিকরা। যা ম্যাচে বড় ব্যবধান গড়ে দিয়েছে।

তবে পরে বোলিংয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। জয় তুলে নিয়ে ১৯ ওভার পর্যন্ত খেলতে হয়েছে লঙ্কানদের। মুশতাক মনে করেন আর ২০-২৫ রান বেশি করতে পারলেই জয়ের সুযোগ ছিল বাংলাদেশের, ‘পরে আমরা দারুণভাবে কামব্যাক করেছি। যদি আমরা ১৭০ রান করতাম, তাহলে ভিন্ন কিছু হতে পারতো। ফলে আমাদের দ্রুত শিখতে হবে এবং এখান থেকে ঘুরে দাঁড়িয়ে সামনে এগিয়ে যেতে হবে।’

আগামী রোববার (১৩ জুলাই) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই লিটনদের।

ক্রিফোস্পোর্টস/১১জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট