Connect with us
ফুটবল

ক্লাব বিশ্বকাপের সেরা একাদশ প্রকাশ, জায়গা পেলেন যারা

Club World Cup best XI revealed, who got a place
ক্লাব বিশ্বকাপের সেরা একাদশ প্রকাশ করেছে ফিফা। ছবি- সংগৃহীত

প্রায় এক মাসব্যাপী ফিফা ক্লাব বিশ্বকাপের পর্দা নেমেছে গতকাল রাতে। জমজমাট এক ফাইনালে পিএসজিকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছেন চেলসি। কোলে পালমারের জোড়া গোল ও হোয়াও পেদ্রোর এক গোলে ফরাসি এই ক্লাবটিকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে এই ইংলিশ ক্লাবটি।

প্রথমবারের মতো ৩২ দল নিয়ে মাঠে গড়িয়েছে ক্লাব বিশ্বকাপ। যেখানে ইউরোপিয়ান ক্লাবগুলোর পাশাপাশি ইউরোপের বাইরের বেশ কয়েকটি ক্লাব নজরকাড়া পারফরম্যান্স করেছে। এই তালিকায় আছে- ব্রাজিলের ফ্লুমিনেন্স ও পালমেইরাস এবং সৌদি আরবের আল হিলাল। তবে ইউরোপের বাইরের ক্লাবগুলোর মধ্যে সর্বোচ্চ সেমিফাইনালে খেলেছে ফ্লুমিনেন্স।

টুর্নামেন্ট শেষে আজ (১৪ জুলাই) সেরা একাদশ প্রকাশ করেছে ফিফা। যেখানে স্বাভাবিকভাবেই আধিপত্য ধরে রেখেছে দুই ফাইনালিস্ট চেলসি ও পিএসজির ফুটবলাররা। চেলসি থেকে সর্বোচ্চ ৪ ফুটবলার জায়গা পেয়েছেন এই একাদশে। আর পিএসজি থেকে আছেন ৩ ফুটবলার।

এছাড়া রিয়াল মাদ্রিদ থেকে একজন এবং ইউরোপের বাইরের ক্লাবগুলোর মধ্যে ফ্লুমিনেন্স থেকে ২ জন এবং আল হিলাল একজন ফুটবলার ফিফার সেরা একাদশে জায়গা করে নিয়েছেন।

আরও পড়ুন:

» ক্লাব বিশ্বকাপের গোল্ডেন বল, গ্লাভস আর বুট কারা পেলো

» ক্লাব বিশ্বকাপ মহারণে শেষ হাসি হাসলো চেলসি

» ক্লাব বিশ্বকাপ-২০২৫ : শিরোপা জিতে কত টাকা পেল চেলসি? 

ফিফার সেরা একাদশে গোলরক্ষকের ভূমিকায় আছেন আল হিলালের ইয়াসিন বুনো। আল হিলালকে কোয়ার্টার ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছিলেন মরক্কোর এই গোলরক্ষক। রক্ষণভাগে জায়গা পেয়েছে দুই ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা (ফ্লুমিনেন্স) ও মার্কুইনোস (পিএসজি)। আর লেফট ব্যাকে পিএসজির আশরাফ হাকিমি এবং রাইট ব্যাকে মার্ক কুকুরেয়া।

মিডফিল্ডে আলো কেড়েছেন চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ এবং পিএসজির পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনহা। এছাড়া ফরোয়ার্ডের ভূমিকায় আছেন চেলসির পেদ্রো নেতো ও কোলে পালমার, ফ্লুমিনেন্সের জন আরিয়াস এবং রিয়াল মাদ্রিদের এরিক গার্সিয়া।

ক্লাব বিশ্বকাপের সেরা একাদশ: ইয়াসিন বুনো (গোলরক্ষক), মার্কুইনোস, থিয়াগো সিলভা (সেন্ট্রাল ডিফেন্ডার), আশরাফ হাকিমি, মার্ক কুকুরেয়া (ফুল ব্যাক), এনজো ফার্নান্দেজ, ভিতিনহা (মিডফিল্ডার), পেদ্রো নেতো, কোলে পালমার, জন আরিয়াস, এরিক গার্সিয়া (ফরোয়ার্ড)।

ক্রিফোস্পোর্টস/১৪জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল