
ফুটবল ভক্তদের জন্য আরেকটি স্বপ্নের রাত অপেক্ষা করছে। ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে রোববার (১৩ জুলাই) মুখোমুখি হচ্ছে ইংলিশ ক্লাব চেলসি এবং ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে হতে যাওয়া এই ম্যাচটি উভয় দলের জন্যই ইতিহাস গড়ার হাতছানি নিয়ে এসেছে।
সেমিফাইনালে চেলসি নতুন ফরোয়ার্ড জোয়াও পেদ্রোর জোড়া গোলে ফ্লুমিনেন্সকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। আর পিএসজি বুধবার রিয়াল মাদ্রিদকে দাপটের সাথে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে।
এনজো মারেস্কার অধীনে চেলসি প্রথম ইংলিশ দল হিসেবে দু’বার ক্লাব বিশ্বকাপ জেতার লক্ষ্যে মাঠে নামছে। এর আগে তারা ২০২১ সালের ফাইনালে পালমেইরাসকে হারিয়ে একবার এই শিরোপা জিতেছিল। চেলসি ২০১২ সালেও একবার রানার-আপ হয়েছিল।
আরও পড়ুন:
» পারল না বাংলাদেশ, সেমিতে জাপানের কাছে হেরে স্বপ্নভঙ্গ
» ৫ বলে ৫ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন আইরিশ অলরাউন্ডার
এবার যদি তারা শিরোপা জেতে, তাহলে বায়ার্ন মিউনিখ (২০১৩ ও ২০২০), করিন্থিয়ান্স (২০০০ ও ২০১২), বার্সেলোনা (২০০৯, ২০১১ ও ২০১৫) এবং রিয়াল মাদ্রিদের (৫ বার) মতো একাধিকবার ক্লাব বিশ্বকাপ জেতা দলের তালিকায় অন্তর্ভুক্ত হবে। তবে, যদি তারা হেরে যায়, তাহলে টুর্নামেন্টের ফাইনালে দু’বার পরাজিত হওয়া প্রথম দল হবে চেলসি।
অন্যদিকে পিএসজি এই বছরই প্রথম ক্লাব বিশ্বকাপে অংশ নিচ্ছে। লুইস এনরিকের দল যদি রোববার জয়ী হয়, তাহলে তারা এই টুর্নামেন্টের ইতিহাসে নিজেদের নাম খোদাই করবে। এরই মধ্যে তারা লরেন্ট ব্লাঙ্কের অধীনে ২০১৫-১৬ মৌসুমের ক্লাব-রেকর্ড জয়ের সংখ্যা ছাড়িয়ে গেছে; রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেমিফাইনালের জয়টি ছিল তাদের চলতি মৌসুমের ৪৮তম জয়।
কখন ও কোথায় দেখা যাবে ম্যাচটি
চেলসি ও পিএসজির মধ্যকার এই ম্যাচটি বাংলাদেশ সময় ১৩ জুলাই দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে মেটলাইফ স্টেডিয়ামে, যেটি যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত। এই স্টেডিয়ামের ধারণক্ষমতা ৮২ হাজার এবং এটি ২০২৬ বিশ্বকাপের ফাইনালের ভেন্যু হিসেবেও নির্ধারিত।
দর্শকরা ডিএজেডএন ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে সরাসরি খেলা দেখতে পারবেন। প্ল্যাটফর্মটিতে বিনামূল্যে রেজিস্ট্রেশন করে খেলা দেখা যাবে। আপনার স্মার্ট টিভি, মোবাইল, ট্যাবলেট অথবা যেকোনো স্ট্রিমিং ডিভাইসে সরাসরি উপভোগ করতে পারবেন। এর জন্য আপনাকে শুধু ডিএজেডএন অ্যাপ ডাউনলোড করতে হবে অথবা সরাসরি ডিএজেডএন.কম ঠিকানায় ভিজিট করতে হবে।
ম্যাচ দেখতে হলে প্রথমে ‘গেট স্টারটেড অথবা ‘লগ ইন’ অপশনটি বেছে নিন। এরপর আপনার ইমেইল ব্যবহার করে একটি ফ্রি অ্যাকাউন্ট খুলতে পারবেন, অথবা গুগল, অ্যাপল কিংবা ফেসবুক অ্যাকাউন্ট দিয়েও সহজেই সাইন ইন করতে পারবেন।
একবার রেজিস্ট্রেশন সম্পন্ন হলে, আপনি ফাইনাল ম্যাচ সরাসরি উপভোগ করতে পারবেন। ডিএজেডএন-এ ফাইনালের কভারেজ রোববার সন্ধ্যা ৬:৩০টা (বিএসটি) থেকে শুরু হবে। নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপের অফিসিয়াল গ্লোবাল ব্রডকাস্টার হলো ডিএজেডএন।
ক্রিফোস্পোর্টস/১১জুলাই২৫/এসএইচএ
