Connect with us
ফুটবল

সিটির ‘কিংবদন্তি’ ডি ব্রুইনা মাঠে নামছেন সিটির বিপক্ষে

City’s ‘legend’ De Bruyne set to play against City
নাপোলির জার্সিতে সাবেক ক্লাব ম্যানসিটির বিপক্ষে খেলবেন ডি ব্রুইনা। ছবি- সংগৃহীত

এক দশকের বেশি সময়জুড়ে ম্যানচেস্টার সিটির হয়ে মাঝমাঠ মাতিয়েছেন কেভিন ডি ব্রুইনা। এই সময়ে ক্লাবটিকে অসংখ্য শিরোপা জিতিয়ে বনে গেছেন ক্লাবটির কিংবদন্তি। এবার সেই সিটিজেনদের বিপক্ষেই মাঠে নামতে যাচ্ছেন এই বেলজিয়ান মিডফিল্ডার।

চলতি বছরই ম্যানসিটির সঙ্গে এক দশকের সম্পর্ক ছিন্ন করেছেন ডি ব্রুইনা। সিটি থেকে দুই বছরের চুক্তিতে সিরি আ ক্লাব নাপোলিতে যোগ দিয়েছেন তিনি। এবার নাপোলির হয়ে সাবেক ক্লাবের বিপক্ষে খেলবে নেই মিডফিল্ডার।

নাপোলির বিপক্ষে ম্যাচ দিয়ে আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করবে ম্যানসিটি। ম্যাচটি হবে সিটির ঘরের মাঠ এতিহাদে। আর প্রতিপক্ষ হিসেবে এতিহাদে ফিরতে যাচ্ছেন ম্যানসিটির এই কিংবদন্তি ফুটবলার।



প্রিমিয়ার লিগে নতুন মৌসুমের শুরুটা প্রত্যাশামাফিক হয়নি ম্যানচেস্টার সিটির। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে দুই জয়ের বিপরীতে দুটিতে হেরেছে তারা। প্রথম ম্যাচে উলভসের বিপক্ষে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ঘরের মাটির টটেনহামের বিপক্ষে হেরে যায় তারা। এরপর তৃতীয় ম্যাচে পরাজয় বরণ করে ব্রাইটনের বিপক্ষে।

তবে সবশেষ ম্যাচে ঘুঁড়ে দাঁড়ায় সিটিজেনরা। ঘরের মাঠে ম্যানচেস্টার ডার্বিতে ৩-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে দলটি। এবার নিশ্চয়ই চ্যাম্পিয়ন্স লিগের মৌসুমটাও জয় দিয়ে শুরু করতে চাইবেন পেপ গার্দিওলার শিষ্যরা। আর ইউনাইটেডের বিপক্ষে সবশেষ ম্যাচে জয় আত্মবিশ্বাস যোগাবে সিটিজেনদের।

এদিকে ইতালির বর্তমান চ্যাম্পিয়ন নাপোলি গত মৌসুমটা যেখানে শেষ করেছিল, এবার ঠিক সেখান থেকেই শুরু করেছে। চলতি মৌসুমে সিরি আ-তে প্রথম তিন ম্যাচেই জয় তুলে নিয়েছে দলটি। তাতে অবস্থান করছেন পয়েন্ট টেবিলের শীর্ষে।

নাপোলির জার্সিতে ডি ব্রুইনার শুরুটাও হয়েছে দুর্দান্ত। প্রথম তিন ম্যাচে ২ গোল করেছেন এই মিডফিল্ডার। এবার চ্যাম্পিয়ন্স লিগে মাঠ মাতাতে প্রস্তুত এই বেলজিয়ান তারকা।

ক্রিফোস্পোর্টস/১৮সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল