এখন পর্যন্ত দুইবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল খেললেও শিরোপার স্বাদ অধরাই রয়ে গেছে চট্টগ্রামের কাছে। তৃতীয়বারের মতো ফাইনালে খেলতে নামার আগে শিরোপার স্বপ্নের কথা জানিয়েছেন দলটির অধিনায়ক শেখ মেহেদি হাসান।
আগামীকাল (শুক্রবার) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শিরোপার লড়াইয়ে রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম। এর আগে ২০১৩ ও ২০২৫ সালের ফাইনালে খেলেছে চট্টগ্রাম, কিন্তু ছোঁয়া হয়নি ট্রফি।
তাই তৃতীয়বারের প্রচেষ্টায় ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন শেখ মেহেদী, শরিফুল ইসলামরা। ম্যাচের আগের দিন দলের অনুশীলনের পর সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন অধিনায়ক মেহেদি। ট্রফি জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে চট্টগ্রাম, উল্লেখ করে মেহেদী বলেন, ‘ফাইনালে যেহেতু উঠেছি, শিরোপার স্বপ্ন কেন দেখব না ভাই? সবাই দেখবে। তবে আগামীকালের দিনটা যাদের ওপর থাকবে, তারাই ভালো ক্রিকেট খেলবে। সব ডিপার্টমেন্টে যারা ভালো করবে তারাই শিরোপা জিতবে। তবে আমার মনে হয় প্রত্যেকটা ক্রিকেটারই চায় শিরোপা জিততে। দেখা যাক, কী হয় কালকে।’
বিপিএলের এবারের আসরে এখন পর্যন্ত তিনবার রাজশাহীর মুখোমুখি হয়েছে চট্টগ্রাম। তিনবারের দেখায় চট্টগ্রামের জয় দুইটিতে। কোয়ালিপায়ারে তাদেরকে হারিয়েই প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে চট্টগ্রাম।
তাই কোয়ালিফায়ারে জয়ের সুখস্মৃতি নিয়ে মাঠে নামবে চট্টগ্রাম। আর রাজশাহীর জন্য এটি একইসাথে শিরোপা জয়ের ও প্রতিশোধের লড়াই। তবে ফাইনালে রাজশাহীকে হারানো সহজ হবে না, সেটি ভালো করেই জানেন মেহেদী। তিনি বলেন, ‘বিপিএলে ওয়ান অব দা বেস্ট দল আমার মনে হয় রাজশাহী। খুব ভারসাম্যপূর্ণ দল। সব ডিপার্টমেন্টে রাজশাহীর খুব ভালো প্লেয়ার আছে। তারা পুরা বিপিএলে ভালো ক্রিকেট খেলেছে। রাজশাহী দল সব চেয়ে বেশি ভালো লেগেছিল এই বছর।’
ভারসাম্যপূর্ণ দলের প্রসঙ্গ উঠলে রংপুর রাইডার্সের কথা বলেন মেহেদী, সাথে প্রতিপক্ষদের সম্পর্কে ভালো জানাশোনা আছে উল্লেখ করে মেহেদী বলেন, ‘রংপুরও ভালো ছিল সব দিক থেকে। দুর্ভাগ্যজনকভাবে তারা উঠতে পারেনি ফাইনালে। তবে রাজশাহী ওয়ান অফ দা বেস্ট টিম আমার কাছে মনে হয়। রাজশাহীর সঙ্গে আমাদের তিনটা ম্যাচ খেলা হয়েছে, তাদের সম্পর্কে ভালো পড়াশোনা করা হয়েছে। দেখা যাক কাল যদি ভালোভাবে এপ্লাই করতে পারি, আমাদের ফেভারেও আসতে পারে।’
আগামীকাল (শুক্রবার) ফাইনালের মহারণে রাজশাহীর মুখোমুখি হবে চট্টগ্রাম। তাই মেহেদী-শরিফুলদের দিকে তাকিয়ে চট্টগ্রামের সমর্থকরা।
ক্রিফোস্পোর্টস/২২জানুয়ারি২৬/এআই
