Connect with us
ক্রিকেট

চমক দিয়ে চট্টগ্রাম রয়্যালসের নতুন মেন্টরের নাম ঘোষণা

Tushar Imran
চট্টগ্রাম রয়্যালসের নতুন মেন্টর তুষার ইমরান। ছবি: সংগৃহীত

অনেক জল্পনা কল্পনা শেষে ছয় দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ বিপিএলের আসর। টুর্নামেন্ট শুরুর আগেই এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে চট্টগ্রাম রয়্যালস। কয়েকদিন ধরে দলটি নিয়ে গুঞ্জন থামছেই না। দলে সন্দেহভাজনদের যোগদানের অভিযোগ, ফ্র্যাঞ্চাইজির আর্থিক দুর্বলতা, আবার নাকি দলই সরে দাঁড়াচ্ছে। এসবের মাঝেই গভীর রাতে আনুষ্ঠানিক বার্তা পাঠাল চট্টগ্রাম রয়্যালস। বাশারের বিকল্প হিসেবে নতুন মেন্টরকে বেছে নিয়েছেন তারা।

রয়্যালস কর্তৃপক্ষ জানিয়েছে, বিপিএল থেকে সরে দাঁড়ানোর কোনো সিদ্ধান্ত তারা নেয়নি। বিসিবি কিংবা কোনো গণমাধ্যমেও এমন ঘোষণা দেওয়া হয়নি বলে দাবি তাদের। গুঞ্জনকে একেবারে ভিত্তিহীন বলেই উল্লেখ করেছেন তারা।

press release of Chattogram royals



এর আগে দলটির মেন্টর ও টিম ম্যানেজারের দায়িত্বে ছিলেন হাবিবুল বাশার। তিনি হঠাৎই সরে গেলে নতুন প্রশ্ন ওঠে। চট্টগ্রামের ব্যাখা অনুযায়ী, বাশার বিপিএলের টেকনিক্যাল কমিটিতে যুক্ত হয়েছেন। অতিরিক্ত দায়িত্বের কারণে দল থেকে নিজেই সরে দাঁড়িয়েছেন তিনি। বাশারের জন্য শুভকামনাও জানায় ফ্র্যাঞ্চাইজিটি।

নতুন ঘোষণায় জানানো হয়েছে, দলের ব্যাটিং কোচ ও মেন্টরের দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয় দলের ব্যাটার তুষার ইমরান। প্রধান কোচ হবেন স্থানীয় কোচ মমিনুল হক। অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো যেখানে বড় নাম টানতে ব্যস্ত, সেখানে চট্টগ্রামের কোচিং স্টাফ বেশ স্বল্প পরিচিতই বলা যায়। এর আগে ফ্র্যাঞ্চাইজি ফি ও ব্যাংক গ্যারান্টি নিয়েও কিছু প্রশ্ন উঠেছিল।

তবু নিলাম ঘিরে চট্টগ্রাম এক বড় পদক্ষেপ নিয়েছে। শুরুতেই ৫০ লাখ টাকা ভিত্তিমূল্যের নাঈম শেখকে ১ কোটি ১০ লাখ টাকায় দলে টেনে নজর কাড়ে তারা। মাঠে সেই বিনিয়োগ কতটা কাজে লাগবে, তা নিয়েই এখন দর্শক-সমর্থকদের আগ্রহ।

নিজেদের অবস্থান স্পষ্ট করতে বিজ্ঞপ্তির শেষ অংশে চট্টগ্রাম লিখেছে, সততাই তাদের মূল মূল্যবোধ। সেই জায়গা থেকে নড়েনি তারা। ম্যানেজমেন্ট ও অপারেশন টিম সম্পূর্ণ পেশাদারভাবেই টুর্নামেন্টের প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছে ফ্র্যাঞ্চাইজি।

উল্লেখ্য, বেশ কিছুদিন আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে চট্টগ্রামের ম্যানেজার ও মেন্টরের দায়িত্ব ছাড়েন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। এক সপ্তাহের মধ্যেই তার স্থলাভিষিক্ত হলেন আরেক ব্যাটার তুষার ইমরান।

ক্রিফোস্পোর্টস/৯ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট