Connect with us
ক্রিকেট

নতুন দুই বিদেশিকে দলে ভেড়াল চট্টগ্রাম রয়্যালস

Delport and Gulam
চট্টগ্রামের হয়ে মাঠ মাতাবেন দেলপোর্ট ও ঘুলাম। ছবি: সংগৃহীত

বিপিএল শুরুর দিনক্ষণ চূড়ান্ত। শুরু হতে বাকি আর মাত্র পাঁচ দিন। বিপিএলের নতুন মৌসুম শুরুর আগে দল গোছাতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই ধারাবাহিকতায় স্কোয়াড আরও শক্তিশালী করেছে চট্টগ্রাম রয়্যালস। টুর্নামেন্ট শুরুর আগেই দুই বিদেশি ক্রিকেটারকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি।

চট্টগ্রামের নতুন সংযোজনদের একজন পাকিস্তানের অলরাউন্ডার কামরান ঘুলাম। বয়স ৩০ হলেও এখনো পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে অভিষেক হয়নি তার। তবে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অভিজ্ঞতার ঘাটতি নেই। টি–টোয়েন্টিতে ৮৬ ম্যাচ খেলে ১৮৩৪ রান করেছেন ১২৯.১৫ স্ট্রাইক রেটে। বল হাতেও কার্যকর ঘুলাম, উইকেট পেয়েছেন ৩৫টি। বিপিএল দিয়েই শুরু হচ্ছে তার প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ অভিযান।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার ক্যামেরন ডেলপোর্টকে নিয়েও বড় প্রত্যাশা চট্টগ্রামের। ব্যাটে–বলে সমান পারদর্শী এই অলরাউন্ডার আইপিএলসহ বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন। বিপিএলেও তার অভিজ্ঞতা কম নয়, আগের চার মৌসুমেই অংশ নিয়েছেন তিনি। টি–টোয়েন্টিতে ২৭৮ ম্যাচ খেলে ৬২৯০ রান করেছেন ১৩৯.৪৯ স্ট্রাইক রেটে।



এর আগে বিদেশি খেলোয়াড় হিসেবে ড্রাফটের বাইরে সরাসরি চুক্তিতে পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদকে দলে নেয় চট্টগ্রাম রয়্যালস। এছাড়া দলে আছেন আইরিশ ব্যাটার পল স্টার্লিং। নিলাম থেকে শ্রীলঙ্কার উইকেটকিপার–ব্যাটার নিরোশান ডিকভেলাকেও স্কোয়াডে যুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

এবারের নিলামে সবচেয়ে বেশি খরচ করা দলগুলোর একটি চট্টগ্রাম রয়্যালস। দেশি ক্রিকেটারদের মধ্যে মোহাম্মদ নাঈম শেখকে দলে নিতে ব্যয় করেছে ১ কোটি ১০ লাখ টাকা। এছাড়া স্কোয়াডে রয়েছেন শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, মাহমুদুল হাসান জয়, শরিফুল ইসলামসহ অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটার।

চট্টগ্রাম রয়্যালস স্কোয়াড: শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, আবরার আহমেদ, মোহাম্মদ নাঈম শেখ, শরিফুল ইসলাম, আবু হায়দার রনি, মাহমুদুল হাসান জয়, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, সালমান হোসেন, শুভাগত হোম, জাহিদুজ্জামান সাগর, নিরোশান ডিকভেলা, পল স্টার্লিং, ক্যামেরন ডেলপোর্ট, কামরান ঘুলাম।

ক্রিফোস্পোর্টস/২০ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট