Connect with us
ক্রিকেট

সিলেটকে হারিয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে চট্টগ্রাম

Chattogram
সিলেটকে হারাল চট্টগ্রাম। ছবি: সংগৃহীত

বিপিএল শুরুর আগেও চট্টগ্রামকে নিয়ে সমর্থকরা অনেক আশাহত ছিল। কিন্তু মাঠের ক্রিকেটে সবার ধারণা ভুল প্রমাণ করেছে চট্টগ্রাম। হাইস্কোরিং ম্যাচে সিলেট টাইটান্সকে হারিয়ে বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে চট্টগ্রাম রয়্যালস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে ১৪ রানের জয় পায় চট্টগ্রাম।

এদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং চালায় চট্টগ্রাম রয়্যালস। ওপেনার নাঈম শেখ ও অ্যাডাম রসিংটনের জুটিতে আসে ৩৫ রান। নাঈম ১৫ বলে ১৮ রান করে ফিরলেও তিন নম্বরে নেমে ব্যাটিংয়ে ঝড় তুলেন মাহমুদুল হাসান জয়। পাওয়ারপ্লের ছয় ওভারে এক উইকেট হারিয়ে ৬০ রান তোলে চট্টগ্রাম।

তিন নাম্বারে নেমে জয় মাত্র ২১ বলে ৪৪ রান করে ফিফটির আগে থামেন তিনি। এরপর রসিংটন খেলেন ৩৮ বলে ৪৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। চার নম্বরে নেমে হাসান নওয়াজ ২০ বলে ২৫ রান করেন। আসিফ আলী নেমে ৮ বলে করেন ১৩ রান। শেষ দিকে অধিনায়ক শেখ মেহেদী হাসান ঝোড়ো ব্যাটিংয়ে ১৩ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় চট্টগ্রাম।



লক্ষ্য তাড়ায় শুরু থেকেই চাপে পড়ে সিলেট। মাত্র ৪ রানে ওপেনার পারভেজ হোসেন ইমন ফিরলে শুরুতেই চাপে পড়ে যায় সিলেট। এরপর তাওফিক খান ও আফিফ হোসেন ধ্রুব কিছুটা প্রতিরোধ গড়েন। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সিলেট। পাওয়ারপ্লে শেষে ৩ উইকেটে তাদের সংগ্রহ করে ৫০ রান।

মাঝের ওভারগুলোতে এক প্রান্ত ধরে রাখেন আফিফ। ৩৩ বলে ৪৬ রানের ইনিংস খেলেন তিনি। মঈন আলী, আজমতউল্লাহ ওমরজাই ও ইথান ব্রুকস ব্যাটিংয়ে নামলেও বড় রান করতে ব্যর্থ হন তারা। তারপর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ করেন ১৪ বলে ১৭ রান।

শেষ দিকে খালেদ আহমেদের ঝোড়ো ব্যাটিংয়ে চট্টগ্রামের সঙ্গে হারের ব্যবধান কমান। মাত্র ৯ বলে ২৫ রান করে ব্যবধান কমিয়ে আনেন তিনি। তবে শেষ ওভারে তানভীর ইসলামের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে শেষ পর্যন্ত ১৪ রানের জয় নিশ্চিত করে চট্টগ্রাম রয়্যালস।

ক্রিফোস্পোর্টস/৭জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট