Connect with us
ফুটবল

প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে চীন নারী দল!

China ambassador and Bangladesh Sports Advisor Asif Mahmud
চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশ ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি- সংগৃহীত

বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার লক্ষ্যে নিজেদের দল পাঠাতে আগ্রহ প্রকাশ করেছে চীন। আজ বুধবার নিজেদের এই আগ্রহের কথা জানিয়েছেন বাংলাদেশের নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েন।

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই আগ্রহের কথা জানান তিনি। এছাড়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে তাদের দেশে আমন্ত্রণ জানাতে চান ওয়েন।

এদিন আলোচনায় দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বাংলাদেশে ৫৫টি ক্রীড়া ফেডারেশন রয়েছে। ক্রিকেট, ফুটবল ছাড়া অন্যান্য ক্রীড়া ক্ষেত্রেও বাংলাদেশের উন্নতি এবং আন্তর্জাতিক অর্জন সম্ভব।

আরও পড়ুন:

» সাকিব ও সোহাগ গাজীর বিরল কীর্তিতে নাম লেখালেন মিরাজ

» শ্রীলঙ্কার বিপক্ষে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ

এছাড়া বাংলাদেশের খেলোয়াড়দের অলিম্পিক মান উপযোগী প্রশিক্ষণ দিতে চীনের সহযোগিতা নেয়া হবে বলে জানা যায়। পাশাপাশি দেশে গড়ে তোলা হবে স্পোর্টস ইকোসিস্টেম। বাংলাদেশের যে কোনো পর্যায়ের খেলোয়াড় কিংবা কোচদের উন্নত প্রশিক্ষণেরও ব্যবস্থা করার আশ্বাস দেন চীনা রাষ্ট্রদূত।

দেশের ক্রীড়াঙ্গন নিয়ে উপদেষ্টার সুদূরপ্রসারী ক্রীড়া পরিকল্পনার কথা জানতে পেরে ক্রীড়া উপদেষ্টাকে চীনের স্পোর্টস ভিলেজ পরিদর্শন করার আমন্ত্রণ জানান চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েন। দুদেশের সম্পর্ক উন্নয়ন ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

ক্রিফোস্পোর্টস/৩০এপ্রিল২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল