
সম্প্রতি রোহিত শর্মার বিদায়ের পর ভারতের নতুন টেস্ট অধিনায়ক কে হবে সেটা বেশ জল্পনা ছিল। অনেকেই ভেবেছিলেন রোহিতের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন সহ-অধিনায়ক জাসপ্রিত বুমরাহ। তবে গুঞ্জন ছিল, বুমরাহ নন, ভারতের নতুন টেস্ট অধিনায়ক হতে যাচ্ছেন শুবমান গিল। অবশেষে গুঞ্জনই সত্যি হলো। ভারতের ৩৭তম টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শুবমান।
ইংল্যান্ডের সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে আজ (শনিবার) ১৮ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যেখানে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে শুবমানকে। আর বুমরাহ সহ-অধিনায়কের দায়িত্বও হারিয়েছে। তার জায়গায় নতুন সহ-অধিনায়কে ঋষভ পন্ত।
রোহিত-কোহলিদের বিদায়ের পর ভারতীয় দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার এখন বুমরাহ। তবে এই অভিজ্ঞ পেসারকে অধিনায়কের দায়িত্ব না দেওয়া ক্রিকেট পাড়ায় বেশ আলোচনা-সমালোচনা চলছে। তবে এ বিষয়ে মুখ খুলেছেন ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকর।
বুমরাহকে ভারতের টেস্ট দলের অধিনায়ক না করার পেছনে মূলত দুটি কারণ উল্লেখ করেছেন প্রধান নির্বাচক আগারকর। বুমরাহর ফিটনেস ইস্যু-ইনজুরি প্রবণতা এবং দীর্ঘমেয়াদি নেতৃত্বের পরিকল্পনাকেই কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
আরও পড়ুন :
» প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন সালাহ
» রিশাদের হাতে আইফোন তুলে দিয়ে যা বললেন লাহোরের পরিচালক
মূলত বুমরাহ পেসার হওয়ায় তার চোটে পড়ার সম্ভাবনাও বেশি। চোটের কারণে বিভিন্ন সময় দলের বাইরে ছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ ম্যাচেও চোটে পড়েছিলেন তিনি। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি এই পেসার। তাছাড়া আসন্ন ইংল্যান্ড সফরেও সবগুলো ম্যাচে তাকে পাবে না ভারত। তাই অধিনায়ক হিসেবে শুবমানকে বেছে নেয় বিসিসিআই।
আগারকার বলেন, ‘বুমরাহ অস্ট্রেলিয়া সিরিজে নেতৃত্ব দিয়েছিল। কিন্তু আসন্ন ইংল্যান্ড সিরিজে সব টেস্ট ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না। আমার মনে হয়, আমরা সবার আগে খেলোয়াড় বুমরাকে চাই। আর একটা দল সামলাতে গেলে বাড়তি চাপ তৈরি হয়, যা আপনার সামর্থ্যের অনেকখানি নিয়ে নেয়। তাই আমরা বুমরাকে একজন বোলার হিসেবেই পেতে চাই।’
‘বুমরা আমাদের জন্য একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ওর সুস্থ থাকাটা জরুরি। তাই একজন বোলার হিসেবে ওর খেলাটাকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি। ও নিজেই জানে, এই মুহূর্তে ওর শরীর কেমন।’
বুমরাহ ইনজুরি প্রবণ হওয়ায় তিনি আর কতদিন খেলতে পারবেন কিংবা ভারত তাকে সব ম্যাচে পাবে কিনা সেটা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। তাই তাকে নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা সম্ভব নয়। তাই শুবমানকে বেছে নিয়েছে তারা।
আগারকার বলেন, ‘একটা বা দুটো সফরের জন্য অধিনায়ক নির্বাচন করা হয়নি। গত কয়েক বছরে গিলের মধ্যে যে অগ্রগতি দেখেছি, তাতে আমরা আশাবাদী। নিঃসন্দেহে ওর জন্য কঠিন চ্যালেঞ্জ হবে।’
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ভারতের দল—
শুবমান গিল (অধিনায়ক), ঋষভ পন্ত (সহ-অধিনায়ক ও উইকেটকিপার), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, বি সাই সুধারশন, অভিমন্যু ঈশ্বরন, করুণ নাইয়ার, নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিদ কৃষ্ণ, আকাশ দীপ, আর্শদীপ সিং, কুলদীপ যাদব।
ক্রিফোস্পোর্টস/২৪মে২৫/বিটি
