Connect with us
ক্রিকেট

অঙ্কনকে ওয়ানডে দলে ডাকার কারণ জানালেন প্রধান নির্বাচক

Chief selector explains the reason behind Ankon’s call-up to the national team.
প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। ছবি- বিসিবি

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সের ফলস্বরূপ প্রথমবারের মতো টাইগারদের রঙিন পোশাকে খেলার সুযোগ পাচ্ছেন এই মিডল অর্ডার ব্যাটার। 

অনেকদিন ধরেই ওয়ানডে ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর এবার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। এই হোয়াইটওয়াশের ক্ষত না মুছতেই এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে মেহেদি হাসান মিরাজের দল।

সবশেষ কয়েকটি সিরিজে মিডল অর্ডারে বেশ ভুগেছে বাংলাদেশ দল। আর এই সমস্যা থেকে পরিত্রাণ পেতেই অঙ্কনকে জাতীয় দলে ডাকা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে এখন থেকেই তাকে প্রস্তুত রাখার কথা জানান লিপু।



এক ভিডিও বার্তায় লিপু বলেছেন, ‘অনেকদিন ধরেই দলের মিডল অর্ডার ভুগছে। বলতে পারেন বেশিরভাগ ব্যাটারই রানখরায় ভুগেছে। এই জায়গাটা শক্তিশালী করতে আমরা মাহিদুল ইসলাম অঙ্কনকে এনেছি। ২০২৭ বিশ্বকাপটা আমরা ওয়ানডে ফরম্যাটে খেলব। বিশ্বকাপের আগে মিডল অর্ডারে শক্তি বৃদ্ধি করতে যারা সম্ভাব্য ক্রিকেটার থাকবেন তাদের মধ্যে অঙ্কনও আছেন। তাকে এনে আমরা দলের গভীরতা বাড়িয়েছি। এখন একাদশ সাজানোর ক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট ও অধিনায়কের একটা চয়েজ থাকবে।’

আগামী ১৮ অক্টোবর মাঠে গড়াবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে ২১ ও ২৩ অক্টোবর সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। সিরিজের সবগুলো ম্যাচ দুপুর দেড়টায় শুরু হবে।

ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাইয়ের জন্য এই সিরিজটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করতে পারলে র‍্যাঙ্কিংয়ে উন্নতি করার সুযোগ থাকবে টাইগারদের।

ক্রিফোস্পোর্টস/১৬অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট