Connect with us
ক্রিকেট

পাকিস্তান দলে যে পরিবর্তন আনতে চান প্রধান নির্বাচক আফ্রিদি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হলেন আফ্রিদি
শহীদ আফ্রিদি। ছবি- গুগল

সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) বড় পরিবর্তন এসেছে। গত ২৪ ডিসেম্বর পিসিবির অন্তবর্তীকালীন প্রধান নির্বাচকের দায়িত্ব পান সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদি। তার নির্বাচনি প্যানেল আরও আছেন আব্দুর রাজ্জাক ও রাও ইফতেখার।

এদিকে দায়িত্ব পাওয়ার পরই দলে একের পর এক পরিবর্তন আনার আভাস দিচ্ছেন তিনি। জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের পরিকল্পনা অনুসরণ করে পাক ক্রিকেটকে ঢেলে সাজানো হবে। এতে তার ধারণা তার মেয়াদেই বদলে যাবে দেশের ক্রিকেটের চিত্র।

আফ্রিদি বলেন, ‘আমি চাই আমার মেয়াদকাল মেয়াদ শেষ হওয়ার আগেই পাকিস্তানের দুটো দল তৈরি করে দিতে। বেঞ্চের শক্তি বৃদ্ধিই আমার মূল টার্গেট।’

এদিকে নতুন করে কেন দুটি দল তৈরি করতে চান এমন প্রশ্নের উত্তরে পিসিবির প্রধান নির্বাচক বলেন, ‘ভারতের দুটি দল শুধু একসঙ্গে খেলছেই না। দুটো দলেরই যে কোনো দলকে হারানোর ক্ষমতা রয়েছে। ইতোমধ্যে তারা বিভিন্ন দ্বিপাক্ষিক সিরিজে সফলতাও পেয়েছে।’

সাবেক এই অলরাউন্ডার বলেন, ‘আমার মনে হয় পূর্বে দলে যোগাযোগের একটা অভাব ছিল। ক্রিকেটারদের সঙ্গে নির্বাচকদের নিয়মিত এবং সরাসরি যোগাযোগ থাকা প্রয়োজন।’

আরও পড়ুন : প্লেয়ার্স বায়োগ্রাফি: সাকিব আল হাসান

ক্রিফোস্পোর্টস/২জানুয়ারি২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট