
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় ক্রিকেট চেতেশ্বর পূজারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি সামনে এনেছেন তিনি।
উক্ত পোস্টে পূজারা লিখেছেন, ‘ভারতের জার্সি গায়ে চাপিয়ে, জাতীয় সংগীত গেয়ে যতবার মাঠে নেমেছি, সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। আসলে এই অনুভূতি কথায় প্রকাশ করা অসম্ভব। কিন্তু যেমন বলা হয়, সব ভালো কিছুরই একদিন শেষ হয়। তাই অপরিসীম কৃতজ্ঞতা নিয়ে আমি ভারতীয় ক্রিকেটের সব সংস্করণ থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
ভারতের জার্সি গায়ে টেস্টে অষ্টম সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে অবসর নিচ্ছেন তিনি।১০৩টি টেস্টে ৪৩.৬০ গড় নিয়ে সেঞ্চুরি করেছেন ১৯ টি, রান ৭১৯৫।
২০২৩ সালের জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ মাঠে নেমেছিলেন পূজারা। তিনি ক্যারিয়ারের শেষ কয়েক বছরে খুব ভাল কিছু করতে পারেননি৷ ২৩ সালে ৮ ইনিংসে রান করেছিলেন মাত্র ১৮১। গড় ছিল ২৫।
পূজারার প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক সৌরাষ্ট্রের হয়ে ২০০৫ সালে। আর ভারতের হয়ে টেস্ট অভিষেক ২০১০ সালে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
ক্রিফোস্পোর্টস/২৪আগস্ট২৫/এমএ
