Connect with us
ক্রিকেট

চেন্নাই-পাঞ্জাব: যার উইকেট পেয়ে হ্যাটট্রিকের চেয়েও বেশি খুশি চাহাল

Yuzvendra Chahal
যুজবেন্দ্র চাহাল। ছবি- সংগৃহীত

হ্যাটট্রিক যেকোনো বোলারের জন্যই এক অনন্য অর্জন। তবে বিশেষ কোনো ব্যাটারের উইকেট পেলে সেই তৃপ্তি কখনো কখনো হ্যাটট্রিককেও ছাপিয়ে যায়। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে এমনই এক অভিজ্ঞতা হয়েছে যুজবেন্দ্র চাহালের।

এবারের আইপিএলে চেন্নাইয়ের বিপক্ষে প্রথম হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন চাহাল। ম্যাচের শুরুতে খুব একটা ভালো অবস্থানে ছিলেন না তিনি। প্রথম দুটি ওভারে দেন ২৩ রান, দেখে মনে হচ্ছিল হয়তো এই ম্যাচে নির্বিঘ্নেই কাটিয়ে দেবেন তিনি। কিন্তু অধিনায়ক শেষের দিকে তাঁর ওপর ভরসা রেখে ১৯তম ওভারে বল তুলে দেন হাতে, আর সেখানেই ঘটে নাটকীয় পরিবর্তন।

সেই ওভারে প্রথমেই চাহাল আউট করেন মহেন্দ্র সিং ধোনিকে—যেটিই ছিল তাঁর সবচেয়ে বড় তৃপ্তির কারণ। এরপর একে একে তুলে নেন দীপক হুডা, অনশুল কম্বোজ ও নুর আহমেদের উইকেট, যা তাঁকে এনে দেয় হ্যাটট্রিকসহ চার উইকেট।

এই পারফরম্যান্সের মাধ্যমে চাহাল আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি (৯ বার) এক ইনিংসে চার বা ততোধিক উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন। এ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন সুনীল নারাইন (৮ বার)।


আরও পড়ুন:  

»কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল মেসির মায়ামি

»মিলান দূর্গ থামিয়ে দিল বার্সার জয়রথ


 

ম্যাচ শেষে চাহাল বলেন,

“আমি স্টাম্প লক্ষ্য করে বল করছিলাম। সামনে মাহি ভাই ছিলেন—যেকোনো কিছু হতে পারত। তবে তাঁর উইকেট পেয়ে দারুণ লাগছে। ব্যাটারের মানসিকতা বুঝে বল করার চেষ্টা করেছি।”

২০২২ আইপিএলেও হ্যাটট্রিক করেছিলেন চাহাল। সে বছর কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১৭তম ওভারের প্রথম বলে আউট করেছিলেন বেঙ্কটেশ আয়ারকে। এরপর ওই ওভারের শেষ তিন বলে আউট করেন শ্রেয়স আয়ার, শিবম মাভি এবং প্যাট কামিন্সকে—একইভাবে এক ওভারে চার উইকেট।

সম্প্রতি সময়টা খুব একটা সহজ যাচ্ছে না চাহালের জন্য। জাতীয় দল থেকে বাদ পড়েছেন দীর্ঘদিন ধরেই। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি। ব্যক্তিগত জীবনেও এসেছে ঝড়—সম্প্রতি তাঁর ও ধনশ্রী বর্মার বিবাহবিচ্ছেদ হয়েছে।

এই অবস্থায় নিজেকে ফিরে পেতেই হয়তো আইপিএলকে বেছে নিয়েছেন চাহাল। এর আগে কলকাতার বিপক্ষে ১১১ রানের পুঁজি নিয়েও ম্যাচ জিতিয়েছিলেন চার উইকেট নিয়ে। চেন্নাইয়ের বিপক্ষেও বুধবার চার উইকেট নিয়ে সেই ধারাবাহিকতা বজায় রাখলেন।

তবে মাঠের বাইরেও চাহাল রয়েছেন আলোচনায়। ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর থেকেই তাঁর সঙ্গে আরজে মহওয়াশের সম্পর্ক নিয়ে জল্পনা চলছে। চাহালের ম্যাচ থাকলে গ্যালারিতে প্রায়ই দেখা যায় মহওয়াশকে। যদিও কেউই সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি, তবে দুজনকে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে—সর্বশেষ পাঞ্জাব কিংসের টিম বাসে।

পারিপার্শ্বিক জীবনে যাই ঘটুক না কেন, মাঠে চাহাল যে ফুরফুরে মেজাজে রয়েছেন তা বারবার প্রমাণ করে চলেছেন। দেখা যাক, আইপিএলের এই আসর শেষে চাহালের গল্প থামে কোথায়।

ক্রিফোস্পোর্টস/১মে২৫/আইএএইচআর /এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট