Connect with us
ক্রিকেট

অবশেষে চেন্নাইয়ের জয়, ঘরের মাঠে পারল না কলকাতা

Chennai finally wins, Kolkata couldn't win at home
রুদ্ধশ্বাস ম্যাচে কলকাতাকে ২ উইকেটে হারিয়েছে চেন্নাই। ছবি- সংগৃহীত

টুর্নামেন্ট থেকেই আগেই বিদায় নিশ্চিত হয়েছে চেন্নাই সুপার কিংসের। এখন কেবল নিয়মরক্ষার ম্যাচে মাঠে নামছে দলটি। তবে সবশেষ চার ম্যাচে মেলেনি জয়ের দেখা। সবশেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে জয়ের দারুণ সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত হেরেছে দলটি। অবশেষে টানা চার হারের পর জয়ের দেখা পেল জাদেজা-ধোনিরা।

বুধবার (৭ মে) কলকাতা নাইট রাইডার্সকে তাদের ঘরের মাঠে ৩ উইকেটে হারিয়েছে চেন্নাই। চলতি আইপিএলে এটি ধোনিদের তৃতীয় জয়। অবশ্য এই জয়ে পয়েন্ট টেবিলের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ১২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতেই অবস্থান করছে দলটি।

ইডেন গার্ডেনসে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাইকে ১৮০ রানের লক্ষ্য দেয় কলকাতা। জবাবে খেলতে নেমে শেষ মুহূর্তের রোমাঞ্চের পর ২ বল ও ২ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় চেন্নাই।

এদিন ব্যাটিংয়ে নেমে পাওয়ার-প্লেতেই দলীয় ৬০ রানের মধ্যে ৫ উইকেট হারায় চেন্নাই। উরভিল প্যাটেল ১১ বলে ১ চার ও ৪ ছক্কায় ৩১ রান করেন। রবীন্দ্র জাদেজা ১০ বলে ১৯, রবীচন্দ্রন অশ্বিন ৮ এবং দুই ওপেনার ডেভন কনওয়ে ও আয়ুশ মাহাত্রে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন।

আরও পড়ুন:

» সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ ২০২৫ : একনজরে পূর্ণাঙ্গ সময়সূচি

» ভারতে থাকা বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে চিন্তিত বাফুফে 

এরপর দেওয়াল্ড ব্রেভিস ও শিবম দুবের ৪১ বলে ৬৭ রানের জুটিতে ধাক্কা সামলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় চেন্নাই। ব্রেভিস ২৫ বলে ৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলে ফিরে যান। এরপর দুবের ৪০ বলে ৪৫ এবং ধোনির অপরাজিত ১৭ রানের ইনিংসে ভর করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই। কলকাতার হয়ে বৈভব আরোরা তিনটি এবং হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী ২টি করে উইকেট নেন।

এর আগে কলকাতার ইনিংসে অধিনায়ক অজিঙ্কা রাহানে ৩৩ বলে ৪৮ রান করেন, যেখানে ছিল ৪টি চার ও ২টি ছক্কার মার। এছাড়া আন্দ্রে রাসেল ২১ বলে ৩৮, মনিশ পান্ডে ২৮ বলে ৩৬ এবং সুনীল নারিন ১৭ বলে ২৬ রান করেন।

চেন্নাইয়ের পক্ষে নূর আহমদ ৪ ওভারে ৩১ রান দিয়ে চারটি উইকেট শিকার করেন। এছাড়া অংশুল কাম্বোজ ও রবিন্দ্র জাদেজা সমান একটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :

কলকাতা নাইট রাইডার্স: ১৭৯/৬ (২০ ওভার)
চেন্নাই সুপার কিংস: ১৮৩/৮ (১৯.৪ ওভার)
ফলাফল: চেন্নাই সুপার কিংস ২ উইকেটে জয়ী

ক্রিফোস্পোর্টস/৭মে২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট