Connect with us
ফুটবল

উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে এক পা দিয়ে রাখলো চেলসি

Chelsea FC
সেমিফাইনালের প্রথম লেগে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে চেলসি। ছবি- চেলসি এফসি

উড়ন্ত জয়ে চেলসির হাতের নাগালে উয়েফা কনফারেন্স লিগের ফাইনাল। সুইডিশ ক্লাব জুরগার্ডেনের মাঠে বৃহস্পতিবার রাতে সেমিফাইনালের প্রথম লেগে ইংলিশ জায়ান্টদের জয় ৪-১ ব্যবধানে। আগামী বৃহস্পতিবার চেলসির মাঠে হবে সেমিফাইনালের ফিরতি লেগ।

জুরগার্ডেনের কৃত্রিম মাঠে যথারীতি আধিপত্য নিয়েই খেলা শুরু করে চেলসি। দ্বাদশ মিনিটেই সুইডিশ ক্লাবটির জালে বল পাঠায় তারা। ছয় গজ বক্সের বাইরে বল নিয়ন্ত্রণে নিয়ে ইংলিশ উইঙ্গার জ্যাডন সাঞ্চো গোলটি করেন। প্রতিপক্ষের ডিফেন্ডার মার্কাস ড্যানিয়েলসনের বল বিপদমুক্ত করার প্রচেষ্টা ব্যর্থ হয়। ৪৩ মিনিটে ননি মাদুয়েকের গোলে ২-০ লিড নিয়ে বিরতিতে যায় এঞ্জো মারেস্কার দল।


আরও পড়ুন

»‘ট্রফি না জিতলে ৫-৬শ রান করে কী লাভ!’ জবাব দিলেন রোহিত

» আনচেলত্তিকে পাওয়ার চেষ্টায় কোমর বেঁধে নেমেছে ব্রাজিল


এঞ্জো ফার্নান্দেসের পাস পেয়ে ঠিকানা খুঁজে নেন ইংলিশ উইঙ্গার। ম্যাচ নিয়ন্ত্রণে চলে আসায় আগামী রবিবার লিভারপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচ সামনে রেখে চেলসি কোচ দ্বিতীয়ার্ধে চারটি পরিবর্তন আনেন। ৫৯ মিনিটে তৃতীয় গোল পায় অতিথি দল।

বদলি নামা নিকোলাস জ্যাকসন প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগান। পাঁচ মিনিট পর রক্ষণের আরেকটি ভুলে স্কোরলাইন ৪-০ করেন এই স্ট্রাইকার। ৬৮ মিনিটে জুরগার্ডেনের আইজ্যাক আলেমায়েস মুলুগেতা হেডে জাল কাঁপান। বাকি সময়ে সুযোগ পেয়েও জয়ের ব্যবধান বাড়াতে পারেনি চেলসি।

ক্রিফোস্পোর্টস/২মে২৫/এজে/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল