Connect with us
ফুটবল

ক্লাব বিশ্বকাপ মহারণে শেষ হাসি হাসলো চেলসি

ক্লাব বিশ্বকাপ-২০২৫ চ্যাম্পিয়ন চেলসি। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ক্লাব বিশ্বকাপের চূড়ান্ত মহারণ। চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজিকে ৩-০ গোলে উড়িয়ে ক্লাব বিশ্বকাপ-২০২৫ চ্যাম্পিয়ন হয়েছে চেলসি।

ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজিকে প্রথমার্ধেই ৩-০ গোলে চাপে ফেলেছিল চেলসি। চেলসির এমন শুরু যেন হার মানিয়েছে কল্পনাকেও।
সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের জালে প্রথমার্ধেই ৩ গোল করা পিএসজি ফাইনালে এসে চেলসির বিপক্ষে সেই একই ব্যবধানে পিছিয়ে পড়ে প্রথমার্ধেই। পুরো ম্যাচে আর গোল না হলেও পিএসজিকে শেষ পর্যন্ত ৩-০ গোলে হার মানতেই হয়।

উল্টো ম্যাচের শেষ দিকে তারা ১০ জনের দলে পরিণত হয়। ৮৫ মিনিটে চেলসির লেফট-ব্যাক মার্ক কুকুরেল্লার চুল ধরে টান দেওয়ায় সরাসরি লাল কার্ড দেখেন পিএসজির মিডফিল্ডার হোয়াও নেভেস।


আরও পড়ুন:

»ভারত-ইংল্যান্ডের ম্যাচসহ আজকের খেলা (১৪ জুলাই ২৫)

»শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ


ম্যাচের নায়ক কোল পালমার প্রথমার্ধে করেন জোড়া গোল, একটি করান পেদ্রোকে।

এদিন প্রথম থেকেই চেলসি আক্রমণাত্মক খেলে। ম্যাচের ৮ মিনিটেই পালমারের বাঁকানো শট পোস্টের পাশ ঘেঁষে চলে যায়। এরপর ২২ ও ৩০ মিনিটে দুটো দারুণ গোল করেন তিনি। দুটি গোলেই সহায়তা ছিল রাইট-ব্যাক মালো গুস্তোর। এরপর লেভি কোলউইলের পাস ধরে পালমার আবারও পিএসজির রক্ষণ ভেঙে দেন বাঁ পায়ের শটে।

তবে পিএসজির গোলরক্ষক দোন্নারুম্মা দুটি সেভ করে কিছুটা আশার আলো দেখালেও, হোয়াও পেদ্রোর গোল ঠেকাতে পারেননি। পালমারের কাটানো ডিফেন্সচেরা পাস ধরে জালের ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার পেদ্রো।

পিএসজিরও কিছু সুযোগ ছিল। চেলসির গোলরক্ষক রবার্ট সানচেজ ম্যাচে ছয়টি সেভ করেন। দ্বিতীয়ার্ধে ওসমান দেম্বেলে ও খিচা কাভারাস্কাইয়ার শট ঠেকান তিনি। প্রথমার্ধে নেভেস ও দেজিরে দুয়েও ভালো সুযোগ পেয়েও গোল করতে পারেননি।

ম্যাচ শেষে উত্তেজনা বাড়ে। ভিএআরের মাধ্যমে নেভেস লাল কার্ড দেখার পর পিএসজি কোচ লুইস এনরিকে ও দোন্নারুম্মা চেলসির কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পিএসজি কোচকে চেলসির পেদ্রোর কাঁধে হাত রাখতে দেখা যায়।

ম্যাচ শেষে চেলসি কোচ এনজো মারেসকার প্রশংসা করে পালমার বলেন, তিনি জানতেন কোথায় জায়গা তৈরি হবে। আমাকে খোলামেলা খেলতে দিয়েছেন। আমি কৃতজ্ঞ।

ক্রিফোস্পোর্টস/১৪জুলাই২৫/এসএ/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল