Connect with us
ফুটবল

বার্সেলোনাকে ৩–০ গোলে উড়িয়ে দিল চেলসি

Chelsea Football team
গোল করে উদযাপনে চেলসি। ছবি: সংগৃহীত

স্ট্যামফোর্ড ব্রিজে আজ ছিল চেলসির উদযাপনের রাত। শুরুতে আত্মঘাতী গোল, পরে লাল কার্ড সব মিলিয়ে বার্সেলোনা পুরো ম্যাচজুড়েই কোনো প্রাপ্তি খুঁজে পেল না। বিপরীতে সুযোগ কাজে লাগিয়ে দারুণ ফুটবল খেলল চেলসি। আর সেই ধারাবাহিকতা শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মারেস্কার দল জয় তুলে নিল ৩–০ গোলে।

ম্যাচের প্রথমার্ধেই মূলত খেলার মোড় ঘুরে যায়। চাপের মুখে থাকা বার্সেলোনা ২৭তম মিনিটে পিছিয়ে পড়ে জুল কুন্দের আত্মঘাতী গোলে। বিরতির ঠিক আগে আরও বিপাকে পড়ে তারা অধিনায়কের বিদায়ে। রোনাল্ড আরাউহো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দল নেমে আসে ১০ জনে।

দ্বিতীয়ার্ধের শুরুতে চেলসি গোল পেলেও অফসাইডে বাতিল হয়। কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৫৫তম মিনিটে এস্তেভোঁর দুর্দান্ত গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ডান দিক দিয়ে দৌড়ে ঢুকে দুই ডিফেন্ডারকে পাস করে জোরালো শটে গোলটি করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।



৭৩তম মিনিটে স্কোরলাইন দাঁড়ায় ৩–০। সেই মূহুর্তে এন্সো ফের্নান্দেসের পাসে গোল করেন লিয়াম ডেলাপ। লাইন্সম্যান শুরুতে অফসাইড দিলেও ভিএআর দেখার পর সিদ্ধান্ত বদলায়।

পুরো ম্যাচ জুড়ে চেলসির আধিপত্য ছিল পরিষ্কার। ৫৫ শতাংশ বল দখলে রেখে তারা ১৫টি শট নেয়, যার ছয়টি ছিল লক্ষ্যে। বার্সেলোনা পুরো ম্যাচে পাঁচটি শট করলেও মাত্র দুটো ছিল টার্গেটে।

ম্যাচের বাকি সময়ে সানচেসের সেভ ছাড়া আর তেমন কিছুই করতে পারেনি বার্সেলোনা। লা লিগায় আগের ম্যাচে ৪–০ গোলের দুর্দান্ত জয়ের পর এই হার তাদের জন্য এক বিশাল ধাক্কা।

এদিক এই জয়ের মধ্য দিয়ে গ্রুপ পর্বে পাঁচ ম্যাচ শেষে চেলসি ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে। আর দ্বিতীয় হারের ফলে বার্সেলোনাকে নামিয়ে দিয়েছে ৭ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে।

শনিবার ঘরোয়া লিগে আলাভেসের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা যেখানে তারা এই হারের ধাক্কা সামলে ওঠার চেষ্টা করবে।

ক্রিফোস্পোর্টস/২৬নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল