Connect with us
ফুটবল

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে রাতে মুখোমুখি চেলসি ও ফ্লুমিনেন্স

Chelsea Vs Fluminense
ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে রাতে মুখোমুখি চেলসি ও ফ্লুমিনেন্স। ছবি: সংগৃহীত

ফিফা ক্লাব বিশ্বকাপের উত্তেজনা এখন তুঙ্গে! টুর্নামেন্টের সেমিফাইনাল পর্বে আজ রাতে মুখোমুখি হচ্ছে ইউরোপ ও লাতিন আমেরিকার দুই জায়ান্ট ক্লাব। প্রথম সেমিফাইনালে রাত ১টায় যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে ইংলিশ জায়ান্ট চেলসি মোকাবিলা করবে একমাত্র ব্রাজিলিয়ান সেমিফাইনালিস্ট ফ্লুমিনেন্সের।

চেলসি তাদের কোয়ার্টার ফাইনালে গত বছরের রানার্সআপ পালমেইরাসকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে।

আরও পড়ুন:

» রিয়ালের ৩ ফুটবলারকে বড় দুঃসংবাদ দিলো উয়েফা

» সৌদি আরবের আল আহলি দলে ভেড়াচ্ছে মেসিকে?

অন্যদিকে, ফ্লুমিনেন্স তাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচে আল হিলালকে ২-১ গোলে পরাজিত করে। এই ম্যাচ শুরুর আগে সম্প্রতি প্রয়াত পর্তুগিজ ফুটবলার দিয়েগো জোতার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। ফ্লুমিনেন্সের হয়ে গোল করেন ম্যাথিউজ মার্তিনেল্লি ও হারকিউলিস।

আগামীকাল পিএসজি-রিয়াল মাদ্রিদ দ্বৈরথ:

এদিকে, আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে ফুটবলপ্রেমীরা আরও এক রোমাঞ্চকর লড়াই দেখতে পারবেন। এই ম্যাচে মুখোমুখি হবে ফরাসি ক্লাব পিএসজি এবং স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে জয়ী দল ফাইনালে প্রবেশ করবে।

পিএসজি তাদের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে। অন্যদিকে, সর্বোচ্চ শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদ ডর্টমুন্ডকে ৩-২ গোলে পরাজিত করে সেমিফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করেছে। এই দুই শক্তিশালী দলের মধ্যকার লড়াইয়ে কে ফাইনালে যাবে, তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফুটবল ভক্তরা।

ক্রিফোস্পোর্টস/৮জুলাই২৫/এসএইচএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল