বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরে দেশের অন্যতম সেরা অফস্পিনার শেখ মেহেদি হাসানকে দলে দলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। নিলামের আগে সরাসরি চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজিটি। শুক্রবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে মেহেদিকে দলে ভেড়ানোর কথা জানিয়েছে চট্টগ্রাম।
বিপিএলের সবশেষ তিন আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন মেহেদি। উত্তরবঙ্গের ফ্রাঞ্চাইজিটির হয়ে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন তিনি। পাশাপাশি ব্যাট হাতে কিছু কিছু ম্যাচে কার্যকরী ইনিংস খেলেন এই স্পিন অলরাউন্ডার। তবে এবারের আসরে ভিন্ন ঠিকানায় দেখা যাবে এই তারকাকে।
বিপিএলে এখন পর্যন্ত পাঁচ ফ্রাঞ্চাইজির হয়ে ৮৮ ম্যাচ খেলে ৭৩টি উইকেট শিকার করেছেন মেহেদি। এছাড়া ৫৯ ইনিংসে ব্যাট করে ১৯.০৬ গড় ও ১২৫.১৭ স্ট্রাইক রেটে ৯১৫ রান করেছেন তিনি। ব্যাট হাতে ৬টি ফিফটিও রয়েছে তার।
বিপিএল নিলামের আগে ২ জন দেশি ও ২ জন বিদেশি খেলোয়াড়কে দলে নেওয়ার সুযোগ পেয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। তবে নিলামে নামার আগে বোলিংয়ে শক্তিমত্তা বাড়িয়ে নিয়েছে বন্দরনগরীর এই ফ্রাঞ্চাইজিটি। দেশি কোটায় দুজনই স্পিনার নিয়েছে তারা। এর আগে আরেক অফস্পিনার তানভীর ইসলামকে দলে নিয়েছে চট্টগ্রাম।
তবে শুধু দেশি নয়, বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রেও স্পিনার বেছে নিয়েছে দলটি। পাকিস্তানের তারকা স্পিনার আববার আহমেদকে সরাসরি চুক্তিতে দলে টেনেছে চট্টগ্রাম। নিলামের আগে আরও একজন বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ আছে তাদের। এরপর নিলাম থেকে বাকি খেলোয়াড় দলে টেনে স্কোয়াড সাজাতে হবে।
দীর্ঘ এক যুগ পর বিপিএলে নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৩০ নভেম্বর রাজধানীর রেডিসন ব্লু হোটেলে বিপিএল নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের চূড়ান্ত তালিকায় দেশি ক্রিকেটার ১৬৬ জন এবং বিদেশি ক্রিকেটার ২৫০ জন। আগামী ২৬ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের, যার ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি।
ক্রিফোস্পোর্টস/২৮নভেম্বর২৫/বিটি