লিওনেল মেসিকে ঘিরে বিপুল আগ্রহ থাকলেও কলকাতায় তাঁর বহুল আলোচিত ‘গোট ট্যুর’-এর অনুষ্ঠান শেষ পর্যন্ত রূপ নেয় বিশৃঙ্খলায়। শনিবার সকালে যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে হাজার হাজার দর্শক উপস্থিত হলেও বেশির ভাগই আর্জেন্টিনার ফুটবল মহাতারকাকে ঠিকমতো দেখতে পাননি। টিকিটের দাম ছিল ৫ হাজার থেকে ২৫ হাজার রুপি পর্যন্ত। এত টাকা দিয়েও মেসির এক ঝলক না পেয়ে দর্শকদের বড় একটি অংশ ক্ষুব্ধ হয়ে ওঠে।
অনুষ্ঠানস্থলে মেসি আসেন সকাল ১১টা ১৫ মিনিটে। কথা ছিল, তিনি পুরো স্টেডিয়াম ঘুরে দর্শকদের শুভেচ্ছা জানাবেন। কিন্তু বাস্তবে তিনি সেখানে ছিলেন প্রায় ২০ মিনিটের মতো। নিরাপত্তাকর্মী ও বিশেষ অতিথিদের ঘিরে রাখায় গ্যালারি থেকে মেসিকে স্পষ্ট দেখা যাচ্ছিল না। এই অবস্থায় উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে সমর্থকদের মধ্যে। একসময় ক্ষুব্ধ হয়ে তারা চেয়ার ও বোতল নিক্ষেপ শুরু করে, যা পরবর্তীতে পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
মেসি টানেল থেকে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিরাপত্তার স্বার্থে আয়োজকেরা তাঁকে দ্রুত মাঠ ছাড়তে বাধ্য হন। বিশৃঙ্খলার কারণে অনুষ্ঠান নির্ধারিত সূচি অনুযায়ী এগোয়নি। বলিউড অভিনেতা শাহরুখ খান, সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের কেউই অনুষ্ঠানে অংশ নিতে পারেননি।
ঘটনার সময় কয়েকজন দর্শক মাঠে ঢুকে অস্থায়ী স্থাপনা ভাঙচুর করেন। আয়োজক শাতদ্রু দত্ত ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দিতে গিয়ে মেসিকে দ্রুত স্টেডিয়াম থেকে বের করে নিয়ে যান। দর্শকদের অনেকেই সংবাদমাধ্যমে অনুষ্ঠান ব্যবস্থাপনাকে ‘চরম ব্যর্থতা’ বলে অভিযোগ করেন।
এই ঘটনায় প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, অনুষ্ঠান ব্যবস্থাপনার গাফিলতিতে তিনি গভীরভাবে মর্মাহত। একই সঙ্গে মেসি ও দর্শকদের কাছে ক্ষমা চেয়ে ঘটনার তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি আশিম কুমার রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন। কমিটিকে এর সাথে কারা জড়িত তাদের অনুসন্ধান ও ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে করণীয় সুপারিশ করতে বলা হয়েছে।
ক্রিফোস্পোর্টস/১৩ডিসেম্বর২৫/টিএ