Connect with us
ক্রিকেট

অধিনায়ক বদলেও কাজ হলো না, কাল জিতবে তো বাংলাদেশ?

BD 2nd ODI
মিরাজের অধিনায়কত্বে প্রথম ম্যাচেই বাজেভাবে হেরেছে বাংলাদেশ। ছবি- শ্রীলঙ্কা ক্রিকেট

টেস্ট সিরিজে হারের পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই যাচ্ছেতাইভাবে হেরেছে বাংলাদেশ। প্রেমাদাসায় লংকাদের আটকানোর পথ খুঁজছে টাইগাররা। নতুন অধিনায়ক হিসেবে শুরুটা বাজেই হলো মিরাজের। অধিনায়ক বদলেও কাজ হয়নি, উল্টো চাপের মুখে বাংলাদেশ। এখন প্রশ্ন হলো আগামীকাল পারবে তো টাইগাররা?

বাংলাদেশের ক্রিকেটে ক্রান্তিকাল চলছে। সাফল্যের খোঁজে বিসিবি নেমেছে অধিনায়ক বদলের মিউজিক্যাল চেয়ার খেলায়। তাতে সাফল্য আসছে না মোটেও। ব্যাটিং ভরাডুবির প্রদর্শনী দেখিয়ে  প্রথম ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে বিকল্প নেই জয়ের। কাল সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় বিকাল তিনটায় শুরু হবে ম্যাচটি। প্রথম ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক লঙ্কানরা।

ওপেনার তানজিদ হাসান তামিমও মনে করেন সেট হয়েও লম্বা ইনিংস খেলতে না পারার ব্যর্থতায় ডুবেছে দল। দ্বিতীয় ওয়ানডের আগের দিন ওপেনার তানজিদ তামিম কোন অজুহাত দেননি। সরাসরি দায় স্বীকার করে নিলেন। ফিফটি করেও নিজেকেও রাখলেন ব্যর্থদের মিছিলে। লংকান উইকেটে কিভাবে খেলতে হবে, পথটা জানা। তবে জানা পথে পথচলাই বড় চ্যালেঞ্জ টাইগারদের।


আরও পড়ুন:

» চোখের জলে রোনালদোর সতীর্থ ও লিভারপুল তারকার শেষ বিদায়

» উইকেট নিয়ে অজুহাতের কারণেই বাংলাদেশের জীর্ণ দশা!


দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে সতীর্থদের দিয়েছেন গুরুত্বপূর্ণ পরামর্শ। তামিম বলেন, ‘এই উইকেটে যারা সেট হবে, তাদেরই লম্বা ইনিংস খেলতে হবে। নতুন ব্যাটারদের একটু সময় নিয়ে খেলতে হবে। যারা উইকেটে সেট হয়ে যাবে, তাদের শেষ পর্যন্ত খেলার চেষ্টা করতে হবে।’

শ্রীলংকার স্বর্ণ সময়ের অন্যতম বড় তারকা সনথ জয়সুরিয়া। ঘুরে দাড়ানোর মন্ত্র দিচ্ছেন তরুণ সিংহলিদের। চিরচেনা উইকেট, প্রথম ম্যাচে জয়। আত্মবিশ্বাসে টইটুম্বুর দল। আত্মবিশ্বাসে পালে হাওয়ার চেষ্টা মাতারা হারিক্যানের।

অধিনায়কের চেয়ার বদলানোর রথে চড়ে ব্যর্থতার পাল্লা হচ্ছে ভারি। দলে নেই শৃঙ্খলা, নেই পরিকল্পনা। লংকার বিপক্ষে প্রথম ওয়ানডে যার জলন্ত প্রমাণ। বোলারদের সাজানো বাগান তছনছ করেছেন ব্যাটসম্যানরা। মাত্র ৫ রানে সাত উইকেট হারানোর ক্ষত সারার নয়। টাইগারদের প্রথম ম্যাচের একাদশে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। তবে দলের দুঃসময়ের পরিবর্তন হবে কিনা সেই প্রশ্ন ক্রিকেট ভক্তদের।

ক্রিফোস্পোর্টস/৪জুলাই২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট