 
																												
														
														
													অবশেষে অবসান হলো পাকিস্তানের। ২৯ বছর দেশটির মাটিতে বসছে আইসিসির কোনো বিশ্ব আসর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টস করার মধ্যে দিয়ে আসরের পর্দা উঠলো। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়েছেন মোহাম্মদ রিজওয়ান।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) আসরের প্রথম ম্যাচেই আগে ব্যাটিং করবে নিউজিল্যান্ড। এই ম্যাচে আম্পায়ারের দায়িত্বে আছেন ইংল্যান্ডের রিচার্ড ক্যাটেলবরো ও বাংলাদেশের শরফুদ্দৌলা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল তিনটায়।
আরও পড়ুন:
» চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ : একনজরে ৮ দলের স্কোয়াড
» ফুরোচ্ছে ২৯ বছরের অপেক্ষা, পাকিস্তানজুড়ে ক্রিকেট উন্মাদনা
পাকিস্তান একাদশ: ফখর জামান, বাবর আজম, সউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আগা, তইয়েব তাহের, খুশদিল শাহ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও আবরার আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মিচেল ব্র্যাসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডুফে, ম্যাট হেনরি, টম লাথাম, ড্যারিল মিচেল, উইল ও’ রুর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রাবীন্দ্র, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন ও উইল ইয়াং।
ক্রিফোস্পোর্টস/১৯ফেব্রুয়ারি২৫/এজে
 
												
																					 
   
										 
									         
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																							 
																							 
																							 
																							 
																							 
			 
									 
									 
									 
									 
									 
									 
																	 
									 
																	 
									 
																	