Connect with us
ফুটবল

রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে সেল্তার দুর্দান্ত জয়

celta vigo
রিয়ালকে হারিয়ে সেল্তার জয়। ছবি: সংগৃহীত

রোববার রাতে বের্নাবেউয়ে এমন দৃশ্য দেখা গেল, যা রিয়াল সমর্থকেরা কখনো ভাবেনি। খেলায় দখল ছিল তাদেরই, সুযোগও তৈরি হয়েছে একের পর এক। তবুও ফিনিশিং ব্যর্থতা আর দুই ডিফেন্ডারের লাল কার্ডে শেষ পর্যন্ত জয়ের দেখা পায়নি আলোনসোর দল। উল্টো উল্লাসে মাঠ ছাড়ল সেল্তা ভিগো।

লা লিগার এই ম্যাচে রিয়ালকে ২–০ গোলে হারিয়ে ২০০৬ সালের পর প্রথমবার তাদের মাঠে জয়ের স্বাদ পেল সেল্তা। আর ২০১৪ সালের পর প্রথমবার লিগে রিয়ালকে হারাল তারা। মাঝের ২২ ম্যাচে কোনো জয় পায়নি দলটি।

মাদ্রিদের জন্য রাতটা শুরু থেকেই কঠিন ছিল। প্রথম দিকে মিলিতাওয়ের চোট, তারপর ম্যাচের বিভিন্ন সময়ে ছন্দহীন ছিল ডিফেন্স বিভাগ সব মিলিয়ে ম্যাচ হারার জন্য যথেষ্ট ছিল। প্রথমার্ধে এমবাপে আর ভিনিসিউসের খেলাও আগের মত আক্রমণাত্মক ছিল না। দুজনের শট–সৃষ্টি বা পাসিং কোনোটাই ডিফেন্স ভেদ করে গোল করার মত ছিল না।



সেল্তা শুরুর দিক থেকেই আক্রমণাত্মক খেলছিল। অষ্টম মিনিটে দুরানের সুযোগ নষ্ট হওয়ায় এগিয়ে যেতে পারেনি তারা। তবে বিরতির আগেও রিয়ালের জন্য অনেকটা চ্যালেঞ্জ ছুড়েছিল ইগলেসিয়াস ও সারাগোসার গতিময় আক্রমণ।

দ্বিতীয়ার্ধে এসে খেলার গতিপথ পুরোই বদলে দেয় সেল্তা। মাঠে নেমেই ৫৩ মিনিটে অসাধারণ এক ব্যাকহিল ফ্লিকে গোল করেন ভিলিয়ত। আর রিয়ালের ডিফেন্স এক নিমিষেই ভেঙে পড়ে।

এর কয়েক মিনিট পরই আসে আরও বড় ধাক্কা। মাত্র এক মিনিটের ব্যবধানে দুইটি ফাউলে দ্বিতীয় হলুদ ও লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফ্রান গার্সিয়া। দশজন নিয়ে লড়াই করতে গিয়ে আরও অস্থির হয়ে পড়ে রিয়াল।

৭৫ মিনিটে এমবাপের সামনে গোল করার সুবর্ণ সুযোগ ছিল। চুয়ামেনির চমৎকার লং পাস নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে পড়েছিলেন তিনি, কিন্তু সেই গোল মিস করেন তিনি। এই মিসই ম্যাচে রিয়ালের শেষ ভরসার আশা ভেঙে দেয়।

যোগ করা অতিরিক্ত সময়ে আরও বিপর্যয় আসে আলোনসোর দলের জন্য। আলভারো কারেরাস প্রথমে ফাউলে হলুদ দেখেন, পরে রেফারির সঙ্গে তর্ক করে লাল কার্ডও পান। নয়জনের রিয়াল এরপর আর ম্যাচটায় ফিরতে পারেনি।

এই ঝামেলার মাঝেও ব্যবধান বাড়ান ভিলিয়ত। আসপাসের পাস ধরে গোলরক্ষককে কাটিয়ে সহজেই দ্বিতীয় গোলটি করেন তিনি। খেলা শেষ হতেই সেল্তা খেলোয়াড়েরা যে উল্লাসে মেতে ওঠে, সেটাই বলে দেয় এই জয় তাদের জন্য কতটা বড়।

লা লিগায় শেষ পাঁচ ম্যাচে মাত্র একবার জিতেছে রিয়াল মাদ্রিদ। পয়েন্ট টেবিলে ১৬ ম্যাচে দুই নম্বরে থাকা দলটি এবার সুযোগ হারাল বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমানোর। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে তারা।

ক্রিফোস্পোর্টস/৮ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল